ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছাত্রলীগের নতুন কমিটি

সভাপতি রেজানুল শোভন সম্পাদক গোলাম রাব্বানী

প্রকাশিত: ০৭:৫২, ১ আগস্ট ২০১৮

সভাপতি রেজানুল শোভন সম্পাদক গোলাম রাব্বানী

বিশেষ প্রতিনিধি ॥ ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ রেজানুল হক চৌধুরী শোভন সভাপতি ও গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ছাত্রলীগ নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে এ কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন । সংগঠনটির বিপুলসংখ্যক নেতা-কর্মী সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেতে আগ্রহী হওয়ায় শেষ পর্যন্ত কমিটি গঠনের জন্য আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরে সর্বসম্মতভাবে দায়িত্ব দেয়া হয়েছিল। সেই অর্পিত ক্ষমতাবলে আগামী দুই বছরের জন্য তাদের এই পদে নির্বাচন করে কমিটি অনুমোদন দেন তিনি। ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়া মোঃ রেজানুল হক চৌধুরী শোভন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। তিনি বিদায়ী কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম। অন্যদিকে সাধারণ সম্পাকের দায়িত্ব পাওয়া গোলাম রাব্বানী একই বিভাগের ছাত্র। তিনি বিদায়ী কমিটির প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি মাদারীপুর। শোভন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘নেত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দেয়ার সর্বাত্মক চেষ্টা করব।’ একই সঙ্গে ওবায়দুল কাদের শেখ হাসিনার পক্ষে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্চিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন সাদ্দাম হোসাইন। সঞ্জিতের বাড়ি ময়মনসিংহ এবং সাদ্দামের বাড়ি সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আর একইভাবে ঢাকা মহানগর উত্তর সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইব্রাহীম। সাধারণ সম্পাদক হয়েছেন সাইদুর রহমান হৃদয়। ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ মেহেদি হাসান। তার কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জোবায়ের হোসেন। কেন্দ্রীয় কমিটির ন্যায় এই তিন কমিটিও আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। গত ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যবার সম্মেলনে কমিটি ঘোষণা করা হলেও এবার সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়। সভাপতি পদে ১১১ ও সাধারণ সম্পাদক পদের জন্যে ২১২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সমঝোতা না হওয়ায় শেখ হাসিনার নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা দেয়া হয়। এরপর ৪ জুলাই গণভবনে ডেকে নিয়ে পদপ্রত্যাশী সবার সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। বিভিন্ন কারণে কমিটি ঘোষণার সময় পিছিয়ে যায়। সম্মেলনের আড়াই মাস পর আজ কমিটি ঘোষণা করা হলো। কমিটি ঘোষণার আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের পদপ্রত্যাশীদের গণভবনে ডেকে তাদের সঙ্গে কথা বলেছেন। গতকাল মঙ্গলবার কমিটি ঘোষণার আগে তিনি ২৯তম সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলেন। এবার কেন্দ্রীয় কমিটিসহ গুরুত্বপূর্ণ চারটি শাখায় নারী নেতৃত্বের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে উল্লিখিত কমিটি ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘোষণা করবেন।
×