ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফিরেই জয় পেলেন এ্যান্ডি মারে

প্রকাশিত: ০৭:০১, ১ আগস্ট ২০১৮

ফিরেই জয় পেলেন এ্যান্ডি মারে

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর মার্চের পর আর টেনিস কোর্টে দেখা যায়নি এ্যান্ডি মারেকে। ব্রিটিশ এ টেনিস তারকা ২০১৬ সালে বিশ্বের এক নম্বর তারকা হয়ে উঠেছিলেন। কিন্তু হিপ ইনজুরির কারণে টানা ১১ মাস তাকে থাকতে হয়েছে কোর্টের বাইরে। অবশেষে আবার ফিরেছেন তিনি। এটিপি ওয়াশিংটন ওপেনের হার্ডকোর্ট আসরে ফিরেই জয় তুলে নিয়েছেন। বর্তমানে এটিপি র‌্যাঙ্কিংয়ে ৮৩২ নম্বরে থাকা মারে ২ ঘণ্টা ৩৭ মিনিটের দীর্ঘ লড়াইয়ের পর ৩-৬, ৬-৪, ৭-৫ সেটে হারিয়েছেন ৮০ র‌্যাঙ্কিংধারী যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডকে। ৩১ বছর বয়সী মারে গত মাসেই অনুশীলনে ফিরে আসেন। এ বছর জানুয়ারিতে হিপে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। কিন্তু উইম্বলডনে অংশ নেননি। এরচেয়ে হার্ডকোর্ট অভিযানে নামার জন্য অনুশীলন শুরু করেন। ঘাসের কোর্টে তার একমাত্র জয়টি আসে সুইজারল্যান্ডের স্তানিসলাস ওয়ারিঙ্কার বিপক্ষে। ওয়ারিঙ্কাও গত ১১ মাসের মধ্যে ৮ মাসই কনুইয়ের ইনজুরিতে ভুগে ফিরেছেন। ওয়াশিংটনের এ হার্ডকোর্ট আসরে ওয়ারিঙ্কাও অংশ নিচ্ছেন। তিনি প্রথম রাউন্ডে ইউএস কোয়ালিফায়ার ডোনাল্ড ইয়াংয়ের মুখোমুখি হবেন। তবে হার্ডকোর্টের কোন ম্যাচে প্রায় ১৭ মাস পর নেমেছিলেন মারে। এ জন্য তার জয় তুলে নিতেও যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে। অবশ্য ম্যাচ শুরুটাও বিঘিœত হয়েছে বৃষ্টির কারণে। তিন ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ শুরু হয়। ম্যাকডোনাল্ডের বিপক্ষে ৭টি ম্যাচ পয়েন্ট দরকার হয়েছে তার জয় নিশ্চিত করতে। দ্বিতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হবেন ব্রিটেনের চতুর্থ বাছাই কাইল এডমুন্ডের। এডমুন্ড প্রথম রাউন্ডে বাই লাভ করেছেন। ২০০৬ সালে ওয়াশিংটনের এ আসরে প্রথমবার খেলতে নেমেই রানার্সআপ হয়েছিলেন মারে। সেটাই এ আসরে সেরা সাফল্য এ ব্রিটিশ তারকার।
×