ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তুরিনে রোনাল্ডোর রাজপ্রাসাদ!

প্রকাশিত: ০৭:০১, ১ আগস্ট ২০১৮

তুরিনে রোনাল্ডোর রাজপ্রাসাদ!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে ব্যর্থতার পর রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দুই সপ্তাহ অতিবাহিত হলেও এখনও ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামা হয়নি সি আর সেভেনের। তবে দু’দিন আগে প্রথমবারের মতো শুরু করেছেন নয়া দলের হয়ে অনুশীলন। ব্যক্তিগত বিমানে করে তুরিনে এসেছেন পর্তুগীজ তারকা। সেখান থেকে সোজা চলে যান নিজের নতুন ঠিকানায়। আগে থেকেই পছন্দ করা নতুন বাড়িটিকে বলা হচ্ছে রোনাল্ডোর রাজপ্রাসাদ! রিয়াল মাদ্রিদে থাকাকালীনই উত্তর ইতালিয়ান শহর তুরিনে নিজের থাকার বাড়িটি পছন্দ করেছিলেন রোনাল্ডো। রাজপ্রাসাদের মতো বাড়িটির নিরাপত্তা পরিচালনা করবে টেলিসিকিউরিটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, পর্তুগীজ তারকা নিজেই চেয়েছিলেন এমন একটি বাড়ি, যেটা সবচেয়ে আধুনিক স্থাপনা এবং খোলামেলা পরিবেশের হয়। যে বাড়িটা দেখলে তার মাদ্রিদে থাকাকালীন সময়টার কথাই মনে করিয়ে দেবে। মূলত রোনাল্ডোর বাড়ির অবস্থানটা এমন হয় যেন, একটা নয় সেখানে দুটো বাড়ি আছে। মাদ্রিদে থাকাকালীনও ছিল এমন এবং তুরিনেও প্রায় একই ধরনের একটি বাড়ি পছন্দ করে নিয়েছেন তিনি। যেখানে পাশাপাশি দুটি বাড়ি আছে। দুটি বাড়িরই প্রবেশপথ ভিন্ন। আছে বিশাল বাগান, সুইমিংপুল ও জিমনেশিয়াম। তুরিনে রোনাল্ডোর বাড়িটি ছোট্ট একটি টিলার ওপর অবস্থিত। যেটা আবার সবুজ বাগানে আচ্ছাদিত। যেন বাড়িটিকে আড়াল করে রেখেছে পুরো বাগানটি। সবচেয়ে বড় কথা পাপারাজ্জিদের হাত থেকেও রোনাল্ডোকে বাঁচিয়ে দেবে এই বাগান। না হয় কোন সময় কে কোন ছবি তুলে বসে থাকবে, তার কোন ঠিক আছে! ফিফা সেরা তারকার বাড়িটির সামনের অংশ খুবই আকর্ষণীয়। পেছনের অংশের পাশ ঘেঁষে বয়ে চলেছে একটি নদী। তুরিনের অন্যতম আকর্ষণীয় স্থানে অবস্থিত বাড়িটি। যেটা আবার পর্যটকদের কাছেও খুব প্রিয়। আছে দ্য গ্রেট মাদার চার্চ। রোনাল্ডো ও তার পরিবারের প্রতিবেশী হচ্ছেন বিখ্যাত ব্যবসায়ী জন এলকান। যিনি অটোমোটিভ কোম্পানি ফিয়াট ক্রিসলার অটোমোবাইলসের প্রেসিডেন্ট। রোনাল্ডোর দলভুক্তি শুধু জুভেন্টাসকেই সহযোগিতা করেনি বরং সার্বিকভাবে ইতালিয়ান সিরি’এ লীগের মানও বাড়িয়েছে। অনেকের মতে সাম্প্রতিক সময়ে ইংলিশ প্রিমিয়ার লীগ, স্প্যানিশ লা লিগা কিংবা জার্মান বুন্দেসলিগার কাছে পিছিয়ে পড়া সিরি’এ রোনাল্ডোর কারণেই আবারও পুরনো ঐতিহ্য ফিরে পাবে। পর্তুগালের হয়ে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয়ার পর কিছুদিন বিশ্রামে ছিলেন রোনাল্ডো। সোমবার বিপুল সংখ্যক জুভ সমর্থক তুরিনে রোনাল্ডোকে স্বাগত জানিয়েছেন। ধারণা করা হচ্ছে আগামী ১৮ আগস্ট চিয়েভোর বিপক্ষে সিরি’এ মৌসুম শুরু করার ম্যাচে জুভেন্টাসের হয়ে অভিষেক হবে রোনাল্ডোর।
×