ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিএসজিতে প্রথম জয় টাচেলের

প্রকাশিত: ০৭:০০, ১ আগস্ট ২০১৮

পিএসজিতে প্রথম জয় টাচেলের

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) হয়ে প্রথম জয়ের দেখা পেয়েছেন কোচ থমাস টাচেল। প্রাক-মৌসুম প্রস্তুতির ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নেইমার বিহীন পিএসজি ৩-২ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদকে। সোমবার সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত উপভোগ্য ম্যাচে পিএসজি দলে ছিলেন না নেইমার, এমবাপেসহ বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। আসরের প্রথম দুই ম্যাচে বেয়ার্ন মিউনিখ ও আর্সেনালের কাছে হেরেছে পিএসজি। তাই ম্যাচে বেশ চাপ নিয়ে মাঠে নামে দলটি। উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমে লিড নেয় পিএসজি। ৩২ মিনিটে দলকে এগিয়ে দেন ক্রিস্টোফার কুন্কু। এই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসী ক্লাবটি। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে মুসা দিয়াবির গোলে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। দুই গোলে এগিয়ে থাকায় একটা সময় মনে হচ্ছিল সহজ জয়ই পেতে যাচ্ছে পিএসজি। কিন্তু চার মিনিট পরই এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় নিজেদের আগের ম্যাচে আর্সেনালকে হারানো এ্যাটলেটিকো। ৭৫ মিনিটে স্প্যানিশ দলটির হয়ে গোল করেন ভিক্টর কারপিন্টারো মোলোজো। ৮৫ মিনিটে সমতায় ফিরে ম্যাচ জমিয়ে তোলে দিয়াগো সিমিওনের দল। সমতায় ফেরানো গোলটি করেন ফরাসী উঠতি তারকা এ্যান্টোনি বার্নেড । ২-২ গোলে সমতায় থাকা ম্যাচ যখন পেনাল্টির দিকে গড়াচ্ছিল ঠিক তখনই এ্যাটলেটিকোর জয়ের দূত হয়ে দেখা দেন এক টিনেজার। যোগ করা সময়ে (৯২ মিনিট) গোল করেন ১৮ বছরের ফরাসী তরুণ ভার্জিলিয়া পোস্তোলাচি।
×