ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা-দ.আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে আজ

প্রকাশিত: ০৬:৫৯, ১ আগস্ট ২০১৮

শ্রীলঙ্কা-দ.আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ। টেস্টে ২-০তে ‘হোয়াইটওয়াশ’ হলেও প্রথম ওয়ানডেতে দাপুটে জয় তুলে নেয় ফ্যাফ ডুপ্লেসিসের দ. আফ্রিকা। সফরকারী প্রোটিয়াদের সামনে আজ এগিয়ে যাওয়ার সুযোগ। ডাম্বুলায় ডে-নাইট ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল তিনটায়। বোলারদের দাপটে প্রথম ম্যাচে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছিল প্রোটিয়ারা। পেসার কাগিসো রাবাদা ও স্পিনার তাবারিজ শামসির দারুণ বোলিংয়ে ৩৪.৩ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে জেপি ডুমিনির (৫৩*) হাফ সেঞ্চুরিতে ১৯ ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় অতিথিরা। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে যেটি ছিল প্রোটিয়াদের টানা নবম জয়। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন স্পিনার তাবারেজ শামসি। ২০১৯ বিশ্বকাপ সামনে রেখে নিজ নিজ দল গুছিয়ে নিচ্ছে সবাই। সুতরাং দক্ষিণ আফ্রিকা চাইবে সাম্প্রতিক সময়ে রঙিন পোশাকের সাফল্য অব্যাহত রাখতে। হাতুরাসিংহে কোচের দায়িত্ব নেয়ার পর গেল জানুয়ারিতে এ্যাঞ্জেলো ম্যাথুসকে সীমিত ওভারের অধিনায়কত্ব ফিরিয়ে দেয়া হয়েছিল। কিন্তু ক্রমাগত ইনজুরিতে ভোগা তারকা তখনও আবার ইনজুরিতে পড়েন। দীনেশ চান্দিমাল শ্রীলঙ্কা দলকে ওয়ানডে ও টি২০তে নেতৃত্ব দিচ্ছিলেন। বর্তমানে কোচের পাশাপাশি চান্দিমালও চার ম্যাচ নিষিদ্ধ তিনি। এই সিরিজ দিয়ে ওয়ানডের নেতৃত্বে ফিরেছেন ম্যাথুস।
×