ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের ঐতিহাসিক ১০০০তম টেস্টে আইসিসির অভিনন্দন

প্রকাশিত: ০৬:৫৮, ১ আগস্ট ২০১৮

ইংল্যান্ডের ঐতিহাসিক ১০০০তম টেস্টে আইসিসির অভিনন্দন

স্পোর্টস রিপোর্টার ॥ এজবাস্টনে ভারতের বিপক্ষে মাঠে নেমেই নতুন এক ইতিহাসের সাক্ষী হবেন জো রুট, এ্যালিস্টার কুক, জেমস এ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডরা। বিশ্বের প্রথম দল হিসেবে নিজেদের ১০০০তম টেস্ট খেলবে ইংলিশরা। ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে বিশেষ কোন আয়োজন না থাকলেও কুলিন দেশটির বিরল অর্জনে অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটির প্রধান শশাঙ্ক মনোহর বলেন, ‘ক্রিকেট পরিবারের পক্ষ থেকে আমি ইংল্যান্ডের এই ঐতিহাসিক মুহূর্তে তাদের অভিনন্দন জানাতে চাই। বিশ্বের প্রথম দল হিসেবে নিজেদের ১০০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে তারা।’ তিনি আরও যোগ করেন, ‘ঐতিহাসিক এই ম্যাচে ইংল্যান্ডকে শুভ কামনা জানাই। আশা করছি তারা ভবিষ্যতেও বিশ্বমানের খেলোয়াড় ও পারফর্মেন্স উপহার দেবে। যা কিনা টেস্ট ক্রিকেটকে অনুপ্রাণিত করবে। আশাকরি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রাচীন ও চাহিদাবহুল এই ফরমেটের উন্নতিতে ইংল্যান্ড নিজেদের অবদান চলমান রাখবে।’ ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় করে রাখতে ভিন্ন আয়োজনও আছে আইসিসির। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ও আইসিসির এলিট প্যানেলের রেফারি জেফ ক্রো, ম্যাচের দিন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেসের হাতে সম্মানসূচক ‘রৌপ্য ফলক’ তুলে দেবেন। ১৮৭৭ সালে মেরিলিবোন ক্রিকেট ক্লাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলা ইংল্যান্ড এখনও পর্যন্ত খেলেছে ৯৯৯টি টেস্ট ম্যাচ। ১৪১ বছরের লম্বা এই ইতিহাসে জয়ের পাল্লাটা ইংল্যান্ডের পক্ষেই রয়েছে। এ পর্যন্ত ৩৫৭টি জয়, ২৯৭টি হার ও ৩৪৫টি ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের পরই দ্বিতীয় সর্বাধিক ৮১২টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। তবে ৩৮৩টি জয়ে অসিদের সাফল্যের পাল্লাই ভারি। ২১৯টি ম্যাচে হার ও ২০৮টি ম্যাচে ড্র করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৫৩৫ ম্যাচ। ৫২২ টেস্ট খেলে চতুর্থ ভারত।
×