ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৫০ কেজি রৌপ্যসহ আটক ৩

প্রকাশিত: ০৬:৩৯, ১ আগস্ট ২০১৮

৫০ কেজি রৌপ্যসহ আটক ৩

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩১ জুলাই ॥ ৫০ কেজি রৌপ্যসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকালে তাদের সাভার মডেল থানাধীন আমিনবাজার থেকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে পুলিশ। জানা গেছে, অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৩ রৌপ্য চোরাকারবারিকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ কেজি ২৩০ গ্রাম রৌপ্য পাওয়া যায়। আটক তিন জন হলো- বাবু দাস, নুর ইসলাম ও শাহিনুর ইসলাম। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রূপসা উপজেলার নৈহাটী এলাকার দিনমজুর ফজলুর রহমান (২৭) হত্যা মামলায় একই পরিবারের ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আসামিরা হলেন- রূপসা উপজেলার নৈহাটী গ্রামের ইসহাক শেখ, ইসহাক শেখের স্ত্রী চেলী বেগম ওরফে সেলিনা বেগম, তার ছেলে আনিস শেখ ও ইউনুস শেখ। জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৩ সালের ২৩ মার্চ সন্ধ্যায় নৈহাটী পূর্বপাড়ায় অস্ত্র দিয়ে কুপিয়ে দিনমজুর ফজলুকে হত্যা করা হয়।
×