ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে হানিফ পরিবহনের কাউন্টার ঘেরাও

প্রকাশিত: ০৬:৩৮, ১ আগস্ট ২০১৮

চট্টগ্রামে হানিফ পরিবহনের কাউন্টার ঘেরাও

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যার ঘটনায় হানিফ পরিবহনের কাউন্টার ঘেরাও করেছে সন্দ্বীপ এ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে নগরীর গরিবুল্লাহ শাহ মাজার এলাকায় পরিবহন কাউন্টারের সামনে আয়োজিত কর্মসূচীতে বক্তারা পায়েলের খুনী হানিফ পরিবহনের চালক ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। হানিফ কাউন্টারের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, কোন দুর্ঘটনায় পায়েলের মৃত্যু হয়নি। তাকে নদীতে ফেলে দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর বিচার হতেই হবে। এ সময় পায়েলের বাবা হত্যাকারীদের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান। দৈনিক সমকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান সরোয়ার সুমনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সন্দ্বীপ এসোসিয়েশন সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বেলায়েত হোসেন, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু প্রমুখ। মুক্তিযুদ্ধের সংগঠকের বাগান বাড়ি ভাংচুর স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মুক্তযুদ্ধের সংগঠক জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রয়াত মোস্তাফিজুর রহমান কন্ট্রাক্টরের বাগান বাড়ির সীমানা ১ দেয়াল গুঁড়িয়ে দিয়েছে জামায়াত-বিএনপির ক্যাডাররা। জেলা আওয়ামী লীগের ওই প্রবীণ নেতার মৃত্যুর দুইমাস যেতে না যেতেই তার রেখে যাওয়া ৭৩ শতক খতিয়ানভুক্ত জমিতে লোলুপ দৃষ্টি পড়ে জামায়াতীদের। মঙ্গলবার সকালে ৩০-৪০ জন জামায়াত-শিবির ক্যাডার ও সন্ত্রাসীরা খুরুশকুল ডেইলপাড়া গ্রামে এ হামলা চালায়। জানা যায়, খুরুশকুল ডেইলপাড়া গ্রামে খতিয়ানভুক্ত কিছু জমি কিনেন মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত মোস্তাফিজুর রহমান। সেখানে বাউন্ডারি দেয়াল দিয়ে বাগান বাড়ি করেন তিনি। স্থানীয় জেলে পরিবারগুলোর যাতায়াতের সুবিধার্থে তার নিজস্ব জমির ওপর স্বউদ্যোগে রাস্তাও নির্মাণ করে দেন। তার মৃত্যুর পর জামায়াত-বিএনপির কিছু ভূমিদস্যূর নজর পড়ে ওই জমির ওপর। নিহত নেতার দুই পুত্র প্রবাসে থাকার সুযোগে সন্ত্রাসীরা দেয়াল ভেঙ্গে প্রায় ১৫ শতক জমি দখলে নিয়েছে। গুঁড়িয়ে দিয়েছে বাউন্ডারি দেয়াল। মঙ্গলবার বিকেলে মোস্তাফিজুর রহমানের পুত্র রোবন মোহাম্মদ সাঈদ কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেন, জামায়াত বিএনপির ক্যাডার কালাসুফি, মোক্তার আহমদ, জাফর আলম ও মনুসহ ৩০-৪০ সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে তাদের পিতার গড়া বাউন্ডারি দেয়াল গুঁড়িয়ে দিয়েছে।
×