ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে জনকণ্ঠসহ তিন অফিসে গ্রিল কেটে চুরি

প্রকাশিত: ০৬:৩৭, ১ আগস্ট ২০১৮

চট্টগ্রামে জনকণ্ঠসহ তিন অফিসে গ্রিল কেটে চুরি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর অন্যতম প্রাণ কেন্দ্র নুর আহমদ সড়কের একটি ভবনে দৈনিক জনকণ্ঠসহ ৩টি পৃথক অফিসে গ্রিলকাটা চোর দলের সদস্যরা হানা দিয়ে প্রায় ২ লাখ টাকা লুটে নিয়েছে। মান্নান ভবন নামের এই ভবনটি ছয়তলা বিশিষ্ট। এতে জনকণ্ঠ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। গ্রিলকাটা চোরের দল সোমবার গভীর রাতে এই তিনটি অফিসে ঢুকে এ ঘটনা ঘটায়। চোরের দল বিশেষ কৌশলে তিনটি অফিসের জানালার গ্রিল কেটে অভ্যন্তরে প্রবেশ করে। প্রতিটি আলমারি, লকার ভেঙ্গে অর্থ নিয়ে সটকে পড়ে। ভবনের সম্মুখভাবে সিকিউরিটি দলের সদস্যরা থাকলেও পেছন দিক থেকে তারা হানা দেয়। মঙ্গলবার সকালে যথারীতি সবকটি কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীরা এসে পৃথক তিনটি ফ্লোরের এ তিনটি অফিসের বেহাল দশা দেখতে পান। দৈনিক জনকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো অফিস, এ্যাডিসন প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড অফিস এবং ক্রিসেন্ট গ্রুপের অফিসের প্রায় প্রতিটি ড্রয়ার এবং ফাইল কেবিনেট ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে চোরের দল। চরাঞ্চলে সম্ভাবনা তুলে ধরতে এগ্রো ইনপুট কোম্পানি মিট চরাঞ্চলের কৃষি খাতের সম্ভাবনাকে তুলে ধরতে সিডিআরসি ও এমপোরসির প্রকল্পের যৌথ উদ্যোগে সোমবার ঢাকার এ্যাসকোট প্যালেসে এগ্রো ইনপুট কোম্পানি মিট আয়োজিত হয়। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কো-অপারেশনের অর্থায়নে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের অধীনে এমফোরসি প্রকল্পটি রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (আরডিএ) এবং সুইসকন্ট্যাক্ট যৌথভাবে বাস্তবায়ন করছে। বিগত ২০১২ সাল থেকে, উক্ত প্রকল্পের আওতায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় চর এলাকায় পাঁচটি কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করে চরাঞ্চলে উন্নত মানের বীজ এবং কৃষি প্রযুক্তি প্রসারণের ফলাফল, বিশটির বেশি অধিক এগ্রো ইনপুট কোম্পানির প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়। উক্ত অনুষ্ঠানে চর বাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যত সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দেশের অন্যতম এগ্রো ইনপুট কোম্পানির প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরডিএ’র মহাপরিচালক ডক্টর এম এ মতিন এবং সভাপতিত্ব করেন সিডিআরসি এবং এমফোরসির প্রকল্প পরিচালক ড. আব্দুর রশীদ। -বিজ্ঞপ্তি
×