ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ট্রাকচাপায় ছাত্রী নিহত ॥ তিন শিক্ষার্থী আহত

প্রকাশিত: ০৬:৩৬, ১ আগস্ট ২০১৮

কুমিল্লায় ট্রাকচাপায় ছাত্রী নিহত ॥ তিন শিক্ষার্থী আহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ও দাউদকান্দি, ৩১ জুলাই ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতা ইছহাকিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহত ও ৩ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় গোমতা ইছহাকিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তার ফুটপাথ দিয়ে হাঁটার সময় কুমিল্লাগামী বেপরোয়া ও দ্রুতগতিতে আসা একটি ট্রাক এসে শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে গোমতা ইছহাকিয়া উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণীর ছাত্রী আকলিমা আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। সে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের আবিদ মিয়ার মেয়ে। এ ঘটনায় বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্রী একই গ্রামের মনির হোসেনের মেয়ে তামান্না ইসলাম গুরুতর আহত হয়। তাকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। দশম শ্রেণীর ছাত্রী মোঃ সিয়াম মাহমুদ জানান, ট্রাকটি বেপরোয়া গতিতে এসে ফুটপাথে আমাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আকলিমা আক্তার নিহত হয় এবং ৩ শিক্ষার্থী আহত হয়। নেত্রকোনায় যাত্রীসহ ২ নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তারা হলেনÑ দুর্গাপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের ফজলু মিয়া (৬৫) ও পূর্বধলা উপজেলার ফাজুনিয়া গ্রামের আবু চান (৬০)। জানা গেছে, মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে ফজলু মিয়া নেত্রকোনা শহর থেকে সিএনজি অটোরিক্সায় বাড়ি যাচ্ছিলেন। নেত্রকোনা-সিধলী সড়কের বড়ওয়ারী এলাকায় কংস নদের ওপর সেতুর কাছে সিএনজিটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফজলু মিয়া সড়কের পাশে ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর স্থানীয়রা লরিটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। এদিকে সোমবার রাত আটটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা চৌরাস্তা এলাকায় বালুবোঝাই একটি ট্রাক পথচারী আবু চানকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
×