ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরম গ্রামে শরম ঘটনা

প্রকাশিত: ০৬:৩৫, ১ আগস্ট ২০১৮

সরম গ্রামে শরম ঘটনা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দুপচাঁচিয়া উপজেলার সরম নামের গ্রামে এক শরমের (লজ্জা) ঘটনা ঘটেছে। ওই গ্রামের এক ব্যক্তি কর্মসূত্রে বিদেশে থাকেন। প্রবাসী এই ব্যক্তি সামনের কোরবানি ঈদে গ্রামে আসার বার্তা পঠিয়েছেন। খবর পেয়ে ঘর ছেড়ে পালিয়েছেন তার স্ত্রী। এলাকায় গুঞ্জন- স্বামী প্রবাসে আর স্ত্রী পরকীয়ায়। গ্রামের গামা ম-লের ছেলে এনামুল হক টুকুর সঙ্গে চার বছর আগে বিয়ে হয় একই গ্রামের মৃত তয়েজ ম-লের মেয়ে কাজল রেখার বিয়ের কিছুদিন পর এনামুল হক টুকু কাজ নিয়ে মালয়েশিয়া যান। দীর্ঘ সময়ের ব্যবধানে টুকু দু-একবার গ্রামে আসেন। এবার দীর্ঘ সময় পর টুকু প্রবাস থেকে জানান, সামনের কোরবানির ঈদে তিনি গ্রামে আসছেন। এই খবর পাওয়ার পরই কাজল রেখা স্বামীগৃহ থেকে উধাও হয়ে যান। চালকদের কর্মশালা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রী সেবার মানোন্নয়নের লক্ষ্যে চালক ও হেলপারদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শিমরাইল ট্রাক টার্মিনালে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুর রশিদ, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) মোল্যা তাসলিম হোসেন, টিআই গোলাম মোস্তফা, টিআই শরিফ-উল-ইসলাম, টিআই জিয়াউল করিম, এটিএসআই শাহজাহান, বাংলাদেশ ট্রাক কভার্ডভ্যান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি সেন্টু বেপারি, যুগ্ম সম্পাদক মামুন হাওলাদার, আফাজ উদ্দিন প্রমুখ।
×