ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটিয়ায় হাইওয়ে পুলিশ দেড় ঘণ্টা অবরুদ্ধ

প্রকাশিত: ০৬:৩৫, ১ আগস্ট ২০১৮

পটিয়ায় হাইওয়ে পুলিশ দেড় ঘণ্টা অবরুদ্ধ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৩১ জুলাই ॥ গাড়ি চালককে মারধর করার দায়ে পটিয়ায় হাইওয়ে পুলিশের গাড়িসহ দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। বিক্ষুব্ধ জনতা মঙ্গলবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের একটি পিকআপ পটিয়া হাসপাতালের ভেতরে অবরুদ্ধ করে রাখে। পরে পটিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আহত পিকআপ চালক মোহাম্মদ ওয়াহিদুল আলমকে (৩৫) পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে ভোলা জেলার আবদুল মোতালেব মিঞার পুত্র। জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া হয়ে পিকআপ চালক ওয়াহিদুল আলম চেড়াই কাঠ নিয়ে যাচ্ছিল। তাদের গাড়িটি পটিয়ার নয়াহাটের শাহগদী পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে হাইওয়ে পুলিশ সিগন্যাল দেয়। এ সময় হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোঃ ফারুক গাড়ি চালকের কাছ থেকে টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় চালককে কিল-ঘুষি মারেন। একপর্যায়ে গাড়ি চালক রাস্তায় ঢলে পড়েন এবং নাকে ও মুখে ফেনা বের হয়। পরিস্থিতি দেখে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ফারুকসহ দায়িত্বরত পুলিশ তাদের গাড়ি করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গাড়ি চালককে হাইওয়ে মারধর করার খবর ছড়িয়ে পড়লে গাড়ি স্ট্যান্ডের শ্রমিক ছুটে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে হাইওয়ে পুলিশের ভ্যানটি অবরুদ্ধ করে রাখেন। পরে থানার ওসি (ভারপ্রাপ্ত) রেজাউল করিম মজুমদারসহ একদল পুলিশ পুলিশের ভ্যানটি মুক্ত করেন।
×