ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভালুকায় ধর্ষকের বিচার দাবি

প্রকাশিত: ০৬:৩৪, ১ আগস্ট ২০১৮

ভালুকায় ধর্ষকের বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ৩১ জুলাই ॥ উপজেলার কাঁঠালী মাঠেরঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকালে ধর্ষকের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্কুলের সহপাঠী, অভিভাবক ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, অত্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছুটির পর বাড়ি যাওয়ার পথে ভালুকা ইউনিয়নের সাবেক মেম্বার কাঁঠালী গ্রামের সুরুজ মিয়ার ছেলে রিয়ন কৌশলে তার বাড়িতে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। এরই প্রতিবাদে ও ধর্ষকের বিচার দাবিতে এই মানববন্ধন। শিশুটির পিতা ও মামলার বাদি জানান, ঘটনার পর রিয়নকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। কিন্তু কয়েকদিন পর ধর্ষক আদালত থেকে জামিনে এসে তাকে মামলা তুলে নেয়ার জন্য একের পর এক হুমকি দিয়ে আসছে এবং বলছে, মামলা তুলে না নিলে বাড়িঘর থেকে উচ্ছেদ করে এলাকা ছাড়া করা হবে। তারা এখন আসামিদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ২০১৪ সালের স্ত্রী হত্যা মামলায় সিরাজগঞ্জে স্বামী নুর হোসেনকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা জজ ফজলে খোদা মোঃ নাজির এ রায় দেন। সাজাপ্রাপ্ত নুর হোসেন জেলার তাড়াশ উপজেলার ওয়াপদা বাঁধ এলাকার এলাহী বক্সের ছেলে। উল্লেখ্য, ২০০৮ সালের ১৪ জানুয়ারি যৌতুকের টাকা নিয়ে শাবানাকে বেদম মারধর করে। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
×