ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রকাশিত: ০৬:৩৪, ১ আগস্ট ২০১৮

জামালপুরে ইউপি চেয়ারম্যান কারাগারে

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৩১ জুলাই ॥ সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের চাঞ্চল্যকর মুয়াল্লিম আব্দুল হক হত্যা মামলার সন্দেহভাজন আসামি নরুন্দি ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী সরকারকে সোমবার রাতে গ্রেফতার করেছে সিআইডি। মঙ্গলবার তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে হাজির করা হলে আদালত আগামী ৫ আগস্ট শুনানির দিন ধার্য করেছেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, মুয়াল্লিম আব্দুল হক হত্যা মামলার আসামি নরুন্দি ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী সরকারের অবস্থান নিশ্চিত হওয়ার পর গত রবিবার রাত দু’টা থেকে অভিযান পরিচালনা করে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে জামালপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত আগামী ৫ আগস্ট রিমান্ডের আবেদনের শুনানির দিন ধার্য করেছে। আড়াইহাজারে শিশু গণধর্ষণের শিকার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে ১৩ বছরের এক শিশুকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত আটটায় উপজেলার আড়াইহাজার পৌরসভার দাসপাড়া খোঁজপাড়া এলাকায়। জানা গেছে, নির্যাতনের শিকার শিশুটির মা এক বছর আগে জীবিকার তাগিদে জর্ডান পাড়ি জমান। মা বিদেশ চলে যাওয়ার পর তার তিন বোন খোঁজপাড়া খালার বাড়িতে বাস করত। সোমবার রাতে একই গ্রামের সাব্বির শিশুটিকে ডেকে বাড়ি থেকে রাস্তায় নিয়ে আসে। সেখানে আগে থেকে ওঁৎপেতে থাকা একই গ্রামের শাহ আলম, রানাসহ আরও ৩জন মিলে শিশুটিকে কাশেম মিয়ার নির্জন বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটি চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। পরিবারের লোকজন চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
×