ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জলদস্যুদের তাণ্ডবে অতিষ্ঠ বাঁশখালীর জেলেরা

প্রকাশিত: ০৬:৩২, ১ আগস্ট ২০১৮

জলদস্যুদের তাণ্ডবে অতিষ্ঠ বাঁশখালীর জেলেরা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৩১ জুলাই ॥ বঙ্গোপসাগরে ফিশিং বোটে একের পর এক জলদস্যুদের তা-ব অব্যাহত রয়েছে। প্রতিদিন ঘটছে ফিশিং বোট ও মাঝিমাল্লা অপহরণের, গুম, খুন ও মুক্তিপণ আদায়ের ঘটনা। জলদস্যুদের বেপরোয়া তা-বে অতিষ্ঠ জেলেরা। তাছাড়া এ ঘটনায় জেলে সম্প্রদায়ের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে জলদস্যুদের ফিশিং বোটসহ মাঝিমাল্লাদের অপহরণের ঘটনায় মুক্তিপণের একমাত্র বাহক হিসেবে কাজ করছে বিকাশ। বাঁশখালীর সহ¯্রাধিক জেলে পল্লীর বাসিন্দাদের আতঙ্কের অপর নাম বঙ্গোপসাগরের জাহাজহাড়ি। সম্প্রতি ওই স্থানে জলদস্যুদের কবলে পড়ে চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল এলাকার চারটি ফিশিং বোটসহ মাঝিমাল্লারা। অপহৃত বোট মালিকরা জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে তাদের দাবিকৃত মুক্তিপণের টাকা আদায় করে চারটি বোট থেকে দুটি বোট ফিরে দিলেও অপর দুটি বোটের মুক্তির জন্য বিকাশে টাকা প্রেরণের পরও তারা ফিরিয়ে দেননি। মঙ্গলবার ফিশিং বোটে ডাকাতি ও জলদস্যুদের তাণ্ডবের ব্যাপারে জানতে চাইলে বাঁশখালী বোট মালিক সমিতির সভাপতি এয়ার আলী বলেন, জলদস্যুদের কারণে জেলেরা সাগরে মাছ আহরণ বন্ধ করে দিতে হবে। তারা কিছুদিন পর পর জেলে ও মাঝিমাল্লাদের ওপর নানাভাবে অত্যাচার করে ডাকাতি, অপহরণ ও লুটপাট করলেও আমরা কোথাও কোন বিচার পাইনি। জানা যায়, বঙ্গোপসাগরের জাহাজহাড়ি নামক স্থানে কুতুবদিয়া ভিত্তিক ডাকাত দল প্রতিনিয়ত ডাকাতি সংঘটিত করে যাচ্ছে। তাদের তথ্যদিয়ে সহযোগিতা করছে বাঁশখালী ভিত্তিক কিছু তথ্যদানকারী।
×