ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওয়াপাড়ার হাসপাতাল সড়কটি নিজেই রোগী

প্রকাশিত: ০৬:৩২, ১ আগস্ট ২০১৮

নওয়াপাড়ার হাসপাতাল সড়কটি নিজেই রোগী

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ার সবচেয়ে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়কটি হচ্ছে নওয়াপাড়া-সরকারী হাসপাতাল সড়ক। নওয়াপাড়া শহর থেকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত এই সড়কটির দূরত্ব প্রায় ২ কিলোমিটার। বছরের পর বছর ধরে সড়কটিতে মেরামতের কোন কাজ করা হয়নি। প্রতিবছর বড় বড় গর্তে দু’চারটি ইট ফেলে জোড়াতালি দিয়ে সড়কটির চলাচলের ব্যর্থ চেষ্টা চালানো হয়। দুই দিন যেতে না যেতেই আবার সেই পুরানো চেহারায় ফিরে আসে সড়কটি। খানা-খন্দে ও পানিতে তলিয়ে থাকে বছরের অধিকাংশ সময়। বর্ষা মৌসুমেই তো কথাই নেই। সড়কের ওপর থৈ থৈ পানি আর পানির নিচে বড় বড় গর্ত। প্রসূতি ও মুমূর্ষু রোগীদের প্রায় যায় যায় অবস্থা। ভ্যান-ইজিবাইক প্রায়ই দুমড়ে-মুচড়ে পড়ে এ গর্ত থেকে ওই গর্তে। স্থানীয়দের অভিযোগ একটি মাত্র ড্রেনের অভাবে সড়কটির এই বেহাল অবস্থা যুগ যুগ ধরেও কাটছে না। স্বাধীনতার পরবর্তী প্রায় অর্ধশত বছরেও গুরুত্বপূর্ণ এই সড়কটিতে একটি ড্রেন নির্মাণের উদ্যোগ নেয়নি কেউ। রাস্তাটি দেখতে মনে হয়, এর নেই কোন মালিক। তাছাড়া দেখ ভালের কেউ নেই। সড়কটিতে নিয়মিত চলাচলকারী ভ্যানচালক মান্দার আলী জানান, সড়ক তো নয়, এটি সম্ভবত : পানি নিষ্কাণের ড্রেন। সড়কটির পাশের বাসিন্দা, নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিকের মালিক বাশার ভুঁইয়া বলেন, হাসপাতালে রোগীরা ভর্তি হয় সুস্থ হওয়ার জন্য, রাস্তা দিয়ে চলাচল করে নিশ্চিন্তে ও দ্রুত পৌঁছানোর জন্য। কিন্তু সরকারী হাসপাতাল সড়কটি যেন নিজেই রোগী হয়ে পড়েছে। এটি দেখার কেউ নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মন্জুরুল মুর্শিদ বলেন, রোগীদের স্বার্থে অতি দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম জানান, সড়কটির দুর্ভোগের কথা আমরা জেনেছি, সংস্কারের কাজ প্রক্রিয়াধীন আছে।
×