ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইলিশা ইসলামিয়া মডেল কলেজ

অধ্যক্ষের অবহেলায় ১৪৪ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩১, ১ আগস্ট ২০১৮

অধ্যক্ষের অবহেলায় ১৪৪ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত ॥ বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩১ জুলাই ॥ সদর উপজেলার ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষের অবহেলায় উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ১৪৪ শিক্ষার্থীর ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওই ছাত্রছাত্রীদের বোর্ডে রেজিস্ট্রেশন ফিসহ কাগজপত্র জমা না দেয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। শিক্ষাজীবনে অনিশ্চয়তা মুখে পড়া বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন না হওয়ায় দ্রুত নিবন্ধন কার্ড পাওয়াসহ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেতে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন ও সমাবেশ করেছে। মঙ্গলবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ইলিশা ইসলামিয়া মডেল কলেজের ছাত্রছাত্রীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এ সময় ছাত্রছাত্রীরা বলেন, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর ১৪৪ ছাত্রছাত্রী ভর্তিকালে সময়ে প্রয়োজনীয় কাগজপত্র ও কলেজের নির্ধারিত ফি বাবদ টাকা দিয়ে ভর্তি হয়। মাত্র কয়েক মাস পর তাদের ২০১৯ সালের এইচএসসি পরীক্ষা। কিন্তু এখন পর্যন্ত তাদের প্রয়োজনীয় কাগজপত্র ফি বোর্ডে জমা দেয়া হয়নি। যার ফলে রেজিস্ট্রেশন কার্ড হয়নি। অথচ বরিশাল শিক্ষা বোর্ডের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রেজিস্ট্রেশন কার্ড প্রদান করেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ও রেজিস্ট্রেশনের জন্য আদায়কৃত প্রায় ৩ লাখ টাকা শিক্ষা বোর্ডে জমা না দিয়ে আত্মসাৎ করেন অধ্যক্ষ নিজাম উদ্দিন। তাই দুর্নীতিবাজ অধ্যক্ষ নিজাম উদ্দিনের শাস্তি দাবি জানান শিক্ষার্থীরা। তারা বলেন, তাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। তাই তারা রেজিস্ট্রেশন করে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষা নিশ্চিতের দাবি জানান। দ্বাদশ শ্রেণীর মোঃ রাজিব, তানভির হোসেনসহ শতাধিক শিক্ষার্থী সাংবাদিকদের জানান, তাদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। ওই কলেজের শিক্ষক কামাল হোসেন জানান, উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে ১৪৪ শিক্ষার্থীকে ভর্তি করা হয়। এর মধ্যে ১৪৪ জনকে অনলাইন আবেদনের মাধ্যমে ভর্তি করা হয়েছে। তবে এদের কোন রেজিস্ট্রেশন করা হয়নি। গত ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে। সূত্র জানান, ১২০০ টাকা জরিমানা ফি দিয়ে রেজিস্ট্রেশন করা যেতে পারে। কিন্তু ওই জরিমানা কে দিবে এ নিয়ে ইসলামিয়া মডেল কলেজটিতে এখন অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এদিকে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে প্রতারণা একটি মামলা করেছেন অভিভাবক সদস্য মোঃ নুরুল ইসলাম। কলেজ অধ্যক্ষ পলাতক থাকার কারণে গত মাসের বেতন ভাতা পায়নি কলেজের শিক্ষকরা। কলেজের কাউকে অধ্যক্ষের দাযিত্বও বুঝিয়ে দেননি। এ ব্যাপারে তার মোবাইলে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে মানববন্ধন শেষে ছাত্রছাত্রীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনার জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
×