ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুদ্রানীতিকে ডিএসইর অভিনন্দন

প্রকাশিত: ০৬:২৬, ১ আগস্ট ২০১৮

মুদ্রানীতিকে ডিএসইর অভিনন্দন

বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের (২০১৮-১৯) প্রথমার্ধের মুদ্রানীতিতে শেয়ারবাজারকে কর্পোরেট গ্রাহক ও প্রবাসী বাংলাদেশীর কাছে আরও গ্রহণযোগ্য ও বিনিয়োগে আকৃষ্ট করার ঘোষণা দিয়েছে। যা শেয়ারবাজারের সম্প্রসারণ তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। আর এই সমর্থনের কারণে বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। শেয়ারবাজারের উন্নয়ন ও বিকাশে সারাবিশ্বে নীতি-সমর্থন এবং প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের যে বলিষ্ঠ ভূমিকা থাকে, ঘোষিত মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংকের সে ধরনের ভূমিকাই রয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশ্বাস করে। এই মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে ব্যাংকিং খাতের পাশাপাশি শেয়ারবাজারকে প্রাধান্য দেয়ার জন্য এ সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ ব্যাংককে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ন্যাশনাল লাইফের লভ্যাংশ ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ (২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এ পরিমাণ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট। -অর্থনৈতিক রিপোর্টার
×