ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়া ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে কিনা নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৬:২৪, ১ আগস্ট ২০১৮

উ. কোরিয়া ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে কিনা নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আগের তুলনায় উষ্ণ হলেও উত্তর কোরিয়া গোপনে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে বলে সন্দেহ করছেন মার্কিন কর্মকর্তারা। গোয়েন্দা উপগ্রহগুলোর ছবিতে পিয়ংইয়ংয়ের কাছের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে অনেক দিন ধরেই ধারাবাহিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, নাম না প্রকাশ করার শর্তে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন তারা। কর্মকর্তাদের একজন রয়টার্সকে বলেছেন, নতুন এ ক্ষেপণাস্ত্র উৎপাদনে উত্তর কোরিয়া কতটুকু অগ্রসর হয়েছে তা স্পষ্ট নয়। জুনে সিঙ্গাপুরের সানতোসা দ্বীপে ঐতিহাসিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তরের শীর্ষ নেতা কিম জং উন কোরীয় উপদ্বীপকে ‘সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণে’ প্রতিশ্রুতি দিয়েছিলেন। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ‘উত্তর কোরিয়া আর পারমাণবিক হুমকি’ নয় বলেও মন্তব্য করেছিলেন। জুনের ওই বৈঠকের ধারাবাহিকতাতেই প্রথমে পুঙ্গি রি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রটি ধ্বংস এবং পরে এ মাসে একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র ভেঙ্গে ফেলার ঘোষণা দেয় পিয়ংইয়ং। -বিবিসি
×