ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় ৫ শতাধিক পর্বত আরোহী উদ্ধার

প্রকাশিত: ০৬:২৪, ১ আগস্ট ২০১৮

ইন্দোনেশিয়ায় ৫ শতাধিক পর্বত আরোহী উদ্ধার

ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরি এলাকা থেকে ৫শ’র বেশি পর্বত আরোহী ও তাদের গাইডদের দেশটির একটি আগ্নেয়গিরি এলাকা থেকে সফলভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসের ঘটনায় তারা সেখানে আটকা পড়েছিল। মঙ্গলবার জাতীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র। সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, ‘তারা সকলে নিরাপদে ও ভাল রয়েছে।’ খবরে বলা হয়, রোববার ভোরে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাউন্ট রিনজানি আগ্নেয়গিরিতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে সেখানে এসব পর্বত আরোহী আটকা পড়ে। প্রতিবছর সেখানে হাজার হাজার পর্যটক বেড়াতে আসে। আটকাপড়া পর্যটকদের মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেদারল্যান্ড ও থাইল্যান্ডের নাগরিক রয়েছে।
×