ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুহানির সঙ্গে পূর্বশর্ত ছাড়াই বৈঠকে আগ্রহী ট্রাম্প

প্রকাশিত: ০৬:২৩, ১ আগস্ট ২০১৮

রুহানির সঙ্গে পূর্বশর্ত ছাড়াই বৈঠকে আগ্রহী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘কোন ধরনের পূর্বশর্ত ছাড়াই’ তিনি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাত করতে প্রস্তুত। তেহরানের ‘ইচ্ছানুযায়ী যে কোন সময়’ এ বৈঠক হতে পারে বলেও প্রস্তাব দিয়েছেন তিনি। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় মার্কিন প্রেসিডেন্ট ইরানের নেতৃত্বের সঙ্গে আলোচনায় এ আগ্রহ ব্যক্ত করেন। ‘ যে কারও সঙ্গে দেখা করতে পারি। আমি বৈঠকে বিশ্বাসী,’ বলেছেন তিনি। খবর বিবিসির। চলতি মাসের শুরুতেও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাল্টাপাল্টি কথার লড়াইয়ে জড়িয়েছিলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির জন্য একে অপরকে দায় দেয়ার পাশাপাশি পরস্পরের দিকে হুঁশিয়ারিও ছুড়ে দিয়েছিলেন দুই নেতা। মে-তে ছয় বিশ্বশক্তি ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব এ্যাকশন (জেসিপিওএ) চুক্তি থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলে দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা দেখা দেয়। পরমাণু কর্মসূচীর লাগাম টানার বিনিময়ে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার শর্তে ২০১৫ সালে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন, জার্মানি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই চুক্তিটি করেছিল ইরান।
×