ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘কর্মক্ষেত্রে নারীর প্রতি অশোভন আচরণ ও প্রতিকার’ শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ০৬:১৩, ১ আগস্ট ২০১৮

‘কর্মক্ষেত্রে নারীর প্রতি অশোভন আচরণ ও প্রতিকার’ শীর্ষক কর্মশালা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এ ব্লক অডিটরিয়ামে মঙ্গলবার বেলা ১১টায় “কর্মক্ষেত্রে নারীর প্রতি অশোভন আচরণ ও প্রতিকার” শীর্ষক কর্মশালায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি বন্ধ না হলে বাংলাদেশের চলমান অগ্রযাত্রা ব্যাহত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কমপ্লেইন্ট কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বক্তারা বলেন, নারী-পুরুষ বিভাজন নয়, প্রশ্ন অধিকার ও মর্যাদার। আর তা নিশ্চিত করতে সমঅধিকার, বৈষম্যহীন এবং মর্যাদাপূর্ণ দৃষ্টিভঙ্গির সমাজ প্রতিষ্ঠা করা জরুরী। সভাপতির বক্তব্যে বিএসএমএমইউ উপ-উপাচার্য (শিক্ষা) ও যৌন হয়রানি প্রতিরোধকল্পে গঠিত কমপ্লেইন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান বলেন, নির্ভয়ে অভিযোগ করুন। যৌন হয়রানির বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন জিরো টলারেন্স নীতিতে অটুট থাকবে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। কর্মশালায় আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া। স্বাগত বক্তব্য রাখেন সাবেক ডিন ও কমপ্লেন্ট কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান। পরিচালনা করেন সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান।
×