ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শুল্ক গোয়েন্দার অভিযানে জব্দ আরও দুই গাড়ি

প্রকাশিত: ০৬:১১, ১ আগস্ট ২০১৮

শুল্ক গোয়েন্দার অভিযানে জব্দ আরও দুই গাড়ি

স্টাফ রিপোর্টার ॥ শুল্ক গোয়েন্দার অভিযানে আরও দুটো গাড়ি ধরা পড়েছে। রাজধানীর উত্তরা হতে উদ্ধার গাড়িটি টয়োটা হ্যারিয়ার লেকসাস- যার রেজিস্ট্রেশন নম্বর : ভোলা ঘ-১১-০০৩৪। বিলাসবহুল গাড়িটি শুল্ক কর ফাঁকি দিয়ে এ দেশে আনা হয়েছে। গাড়ির মালিক ও ব্যবহারকারী চট্টগ্রামের এক ব্যক্তি। গাড়ি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের নজরদারিতে ছিল। এর মালিক চট্টগ্রামের হলেও শুল্ক গোয়েন্দার তৎপরতা থাকায় উত্তরা এলাকায় গাড়িটি লুকিয়ে রাখা হয়। পরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর অভিযান পরিচালনা করে উত্তরার সেক্টর-১৩, রোড নং-৯ এর একটি বাড়ি হতে আটক করে। গাড়িটির আনুমানিক মূল্য ১ কোটি টাকা। এ ছাড়া চট্টগ্রামে আটক গাড়িটি ল্যান্ড রোভার ডিফেন্ডার মডেলের। এ গাড়িটিও শুল্ক গোয়েন্দার নজর এড়াতে চট্টগ্রামের একটি গ্যারেজে যন্ত্রাংশ খোলা অবস্থায় রাখা হয়। শুল্ক গোয়েন্দার টিম চট্টগ্রামের একটি গ্যারেজে সন্ধান পেয়ে গাড়িটি সাময়িক আটক করে গ্যারেজ মালিকের জিম্মায় রাখে।
×