ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তঃক্যান্টনমেন্ট বিতর্ক

শহীদ আনোয়ার ও আদমজী কলেজ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:১১, ১ আগস্ট ২০১৮

শহীদ আনোয়ার ও আদমজী কলেজ চ্যাম্পিয়ন

ঢাকা বিভাগীয় আন্তঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতায় স্কুল বিভাগের গ্র্যান্ড ফাইনালে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ চ্যাম্পিয়ন ও আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল রানার আপ হয়েছে। সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে নৈতিক মূল্যবোধ তৈরি শীর্ষক কলেজ পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও রানার আপ হয় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ। শহীদ আনোয়ার গার্লস কলেজে ৪ দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এরিয়া কমান্ডার, সদর দফতর লজিস্টিকস এরিয়া, ঢাকা সেনানিবাস। ছায়া সংসদের আদলে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতাটি স্পীকার হিসেবে পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যন হাসান আহমেদ চৌধুরী কিরণ। এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ আনোয়ার গার্লস কলেজের গবর্নিং বডির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ ও অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বলেন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ভাল করে জানতে হবে। জানতে হবে আমাদের শিল্প, সাহিত্য ও ইতিহাসকেও। রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দীন, শরৎচন্দ্র, কবি শামসুর রাহমান আমাদের সংস্কৃতির অংশ। -বিজ্ঞপ্তি
×