ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের জন্যই এই বিজয় ॥ সাদিক আব্দুল্লাহ

প্রকাশিত: ০৬:১০, ১ আগস্ট ২০১৮

প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের জন্যই এই বিজয় ॥ সাদিক আব্দুল্লাহ

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার এ ফলাফল ঘোষণা করেন। সিটি কর্পোরেশনের নয়া মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মঙ্গলবার সকালে নগরীর কালীবাড়ী রোডের নিজ বাসভবনে বিজয়ের বিষয়ে এক প্রতিক্রিয়ায় জনকণ্ঠকে বলেন, প্রধানমন্ত্রীর ব্যাপক উন্নয়ন কর্মকা-ের কারণেই জনগণ ভোট দিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করেছে। তিনি আরও বলেন, দায়িত্ব নেয়ার পর নগরীর সুবিধাবঞ্চিত, বস্তিবাসী এবং বর্ধিত এলাকার মানুষের জীবনমান উন্নয়নসহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, খালের প্রবাহ ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় বিশুদ্ধ খাবার পানি সরবরাহসহ নানা উন্নয়ন কর্মকা-ের ওপর গুরুত্ব দেয়া হবে। সাদিক আব্দুল্লাহ তাকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। সাদিক আরও বলেন, দলমত নির্বিশেষে সকলের সহযোগিতার মাধ্যমে সবধরনের নাগরিক সমস্যার সমাধান করা হবে। রিটার্নিং অফিসারের ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৫৩ ভোট।
×