ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৮, ১ আগস্ট ২০১৮

বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ পৃথক বজ্রপাতের ঘটনায় মঙ্গলবার গাইবান্ধা, জামালপুর ও মাগুরায় তিন কৃষকের মৃত্যু হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মহদিপুর ইউনিয়নের ঠুটিয়াপুকুর গড়েয়া পাতার এলাকায় মঙ্গলবার সকালে বজ্রপাতের ঘটনায় ফুলমিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় ফুলমিয়া জমিতে কোদাল দিয়ে মাটির কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই ইউনিয়নের নারায়ণপুর এলাকার মৃত খায়রুজ্জামানের ছেলে। জামালপুর ॥ সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামে মঙ্গলবার দুপুরে বজ্রপাতে সাইফুল ইসলাম (৩৫) নামের এক কৃষক মারা গেছেন। ওই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে তিনি। গ্রামবাসী সূত্রে জানা গেছে, কৃষক সাইফুল ইসলাম মঙ্গলবার দুপুরে তার বাড়ির পাশের ক্ষেতে কাজ করছিলেন। মাগুরা ॥ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বলেশ্বরপুর গ্রামে বজ্রপাতে আছাদ মোল্লা (৪৪) নামে এক কৃষক মারা গেছেন। এ সময় তিনি মাঠে কাজ করছিলেন। তার বাড়ি উক্ত বলেশ্বরপুর গ্রামে।
×