ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাবিতে প্রথমবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু

প্রকাশিত: ০৫:৫৮, ১ আগস্ট ২০১৮

ঢাবিতে প্রথমবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম উদ্বোধন করেন। আগামী ২৬ আগস্ট ২০১৮ রবিবার রাত ১২:০০টা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক হাসিবুর রশীদসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন। এবার ভর্তি পরীক্ষায় পাঁচটি ইউনিটে মোট আসন সংখ্যা ৭ হাজার ১২৮টি। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ১ হাজার ৭৫০টি, মানবিক অনুষদভুক্ত খ ইউনিটের ২ হাজার ৩৭৮টি, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ১ হাজার ২৫০টি, সম্মিলিত অনুষদ ঘ ইউনিটের ১ হাজার ৬১৫টি ও চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ১৩৫টি। ক ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর, খ ইউনিটের ২১ সেপ্টেম্বর, গ ইউনিটের ১৪ সেপ্টেম্বর, ঘ ইউনিটের ১২ অক্টোবর ও চ ইউনিটের লিখিত পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর এবং অঙ্কন হবে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। ক, খ ও ঘ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১০ সেপ্টেম্বর হতে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত, গ ও চ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষা দিন সকাল ৯টা পর্যন্ত। আবেদনের টাকা জমা দেয়ার শেষ তারিখ ২৮ আগস্ট। চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের যে কোন শাখায় টাকা জমা দেয়া যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের সেবা নিতে অনলাইনে আবেদন শুরু আজ ॥ ঢাকা শিক্ষা বোর্ডে কলেজ, বিদ্যালয়, বৃত্তি ও সনদ শাখায় সেবা নিতে সব কাগজপত্র এবং আবেদনপত্র আজ বুধবার থেকে অনলাইনে পাঠাতে হবে। এখন থেকে ঢাকা বোর্ডে কোন প্রকার লিখিত আবেদন গ্রহণ করবে না । কলেজ, বিদ্যালয় সনদপত্র ও বৃত্তি শাখায় সেবা গ্রহণের আবেদন ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ww(w.dhakaeducationboard.gov.bd) অনলাইনে সম্পন্ন করতে হবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে বভরষব বাটনে ক্লিক করে এ আবেদন সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে।
×