ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্যুতের দুই প্রকল্পে ৩৬ কোটি ডলার দেবে এডিবি

প্রকাশিত: ০৫:৫৫, ১ আগস্ট ২০১৮

বিদ্যুতের দুই প্রকল্পে ৩৬ কোটি ডলার দেবে এডিবি

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত খাতের দুটি প্রকল্পে বাংলাদেশের জন্য ৩৫ কোটি ৭০ লাখ ডলারেরও বেশি ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ফিলিপাইনের ম্যানিলায় সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় প্যাকেজ সহায়তা হিসেবে এ ঋণ অনুমোদন করা হয়। মঙ্গলবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের যে জাতীয় টার্গেট বাংলাদেশ নির্ধারণ করেছে, এই সহায়তা সেটি অর্জনে ভূমিকা রাখবে। প্যাকজে ঋণের আওতায় নতুন ও উচ্চপ্রযুক্তিতে বিদ্যুত শক্তি উৎপাদনের জন্য এডিবি’র পক্ষ থেকে ৩৫ কোটি ডলার এবং জাপান ফান্ড ফর দ্য জয়েন্ট ক্রেডিটিং ম্যাকানিজমের (জেএফজেসিএম) ৭ লাখ ডলার দেয়া হবে। অপরদিকে কোরিয়া ই-এশিয়া এ্যান্ড নলেজ পার্টনারশিপ ফান্ড (ইএকেপিএফ) দিচ্ছে ৫ লাখ ডলার, যা বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন ও লিঙ্গ সমতার জন্য ব্যয় করার কথা বলা হয়েছে। বিবৃতিতে এডিবি’র জ্বালানি বিশেষজ্ঞ এইমিং ঝু বলেন, এক দশক ধরে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে বাংলাদেশ। এই অগ্রগতিকে অব্যাহত রাখা এবং আরও গতিশীল করতে বিদ্যুত সঞ্চালন নেটওয়ার্কে আরও বিনিয়োগ প্রয়োজন। এডিবি’র এই সহযোগিতা বাংলাদেশের বিদ্যুত সঞ্চালন ব্যবস্থা আরও দক্ষ, নির্ভরযোগ্য এবং পরিবেশ সহায়ক করবে। প্যাকেজ ঋণের অর্থে প্রকল্পের আওতায় বরিশাল থেকে ফরিদপুর পর্যন্ত ১২৬ কিলোমিটার (কেএম) ২৩০ কিলোভোল্ট (কেভি) ট্রান্সমিশন লাইন এবং বগুড়া থেকে রংপুর পর্যন্ত ১০৪ কেএম ৪শ’ কেভি ট্রান্সমিশন লাইনের উন্নয়ন করা হবে। এর সঙ্গে সাব- স্টেশন, ট্রান্সফর্মার, এসোসিয়েট এক্সটেনশন ও কানেকশন অন্তর্ভুক্ত থাকবে। মোট ৫৩ কোটি ২০ লাখ ডলারের এ প্রকল্পে বাংলাদেশ সরকার দেবে ১৭ কোটি ৪৫ লাখ ডলার দেবে। ২০২৩ সালের জুনে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে ২০১৭ সালে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ছিল ১০ হাজার ৪০০ মেগাওয়াট। এ সময়ে দেশে বিদ্যুত উৎপাদিত হয়েছে ৯ হাজার ৪৭৯ মেগাওয়াট। ২০২০ সালের মধ্যে বিদ্যুতের মোট চাহিদা ১৩ হাজার ৩০ মেগাওয়াট এবং ২০২৫ সালের মধ্যে ১৯ হাজার ৯০০ মেগাওয়াট ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
×