ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্ট হয়ে আট জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৩, ১ আগস্ট ২০১৮

বিদ্যুতস্পৃষ্ট হয়ে আট জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপারের সিরাজগঞ্জ সদর উপজেলার মঙ্গলবার দুপুরে কাদাই এলাকায় বিদ্যুতায়িত হয়ে ৮ জনের মৃত্যু এবং তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- কাদাই গ্রামের আব্দুস সাত্তার (৫০), তার ভাতিজা আব্দুল হামিদের ছেলে ছানোয়ার হোসেন (২৫), আবু তাহেরের ছেলে আব্দুল্লাহ (১৩), কাসেমের ছেলে মমিন (৩০), আব্দুল আলীমের ছেলে সজীব, আমিনুলের ছেলে রাজু (১৪), আবুল হোসেনের ছেলে হাবিব (২৪) ও মৃত হাবিবুর রহমানের ছেলে রফিকুল (৩০)। সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ ফরিদুল ইসলাম মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা নিহত একেকজনের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন। নিহতদের মধ্যে চারজন তাঁত শ্র্রমিক, একজন ব্যবসায়ী ও তিনজন ছাত্র। স্থানীয়রা জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই গ্রামে বর্ষার পানিতে একটি টঙ দোকান ঘর ডুবে যায়। দোকানটি আব্দুস সাত্তার নামের এক ব্যক্তি কিনে নেন। মঙ্গলবার দুপুরে ওই টঙ ঘরটি সাত্তারসহ তার নিকটাত্মীয়দের সঙ্গে নিয়ে ১০-১২ জন মিলে মাথায় করে পার্শ্ববর্তী খালপাড় করতে নেয়। এ সময় কাদাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওপর দিয়ে যাওয়া পিডিবি’র ঝুলে পড়া বিদ্যুতের তার টঙ ঘরের টিনে লেগে কেটে গিয়ে ঘরটি বিদ্যুতায়িত হয়। এতে টঙ ঘরসহ ৯ জনই পানিতে পড়ে যায়। এ সময় পিডিবি লাইনের বিদ্যুতের তার ওই দোকানের টিনের চালার ওপর পড়লে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সবাই পানিতে পড়ে যান। পরে তারটি কেটে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে একে একে আটজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের মধ্যে চারজন তাঁত শ্রমিক, একজন ব্যবসায়ী ও তিনজন ছাত্র। এ বিষয়ে সিরাজগঞ্জ পিডিবি’র নির্বাহী প্রকৌশলী একেএম মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই এলাকার কিছু বিদ্যুত গ্রাহক নিয়ম বহির্ভূতভাবে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুত সংযোগ নিয়েছিল। বিদ্যুতের তার মাটি থেকে প্রায় ১৫ ফুট ওপরে ছিল। অসাবধানতা বশতঃ এ দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
×