ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্থানান্তরের সময় বিলুপ্ত প্রায় ১০ কালো গণ্ডারের মৃত্যু

প্রকাশিত: ২২:৩১, ৩১ জুলাই ২০১৮

স্থানান্তরের সময় বিলুপ্ত প্রায় ১০ কালো গণ্ডারের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ বিশ্বের প্রাণীকুলে ‘কালো গণ্ডার’ প্রায় বিলুপ্ত। আফ্রিকার বর্তমানে খুব কম সংখ্যায় দেখা যায় এ প্রজাতির গণ্ডারকে। তাই ‘কালো গণ্ডার’কে বাঁচাতে ব্যবস্থা নেয় কেনিয়ার সরকার। একটি ‘ওয়াইল্ড লাইফ’ পার্কে ১১টি ‘কালো গণ্ডার’কে স্থানান্তর করে সরকার। কিন্তু স্থানান্তর করতে গিয়েই বিলুপ্তপ্রায় ১০টি ‘কালো গণ্ডারের’ মৃত্যু হয়। সিংহের আক্রমণে বিপন্ন প্রায় ‘কালো গণ্ডার’গুলো মারা গেছে বৃহস্পতিবার ‘ওয়াইল্ড লাইফ’ পার্কের কর্তৃপক্ষ দাবি করে। অন্যদিকে, প্রাণী সংরক্ষণবাদীরা এ ঘটনা উল্লেখ করে একে জাতীয় দুর্যোগ হিসেবে বর্ণনা করেছেন। এ ব্যাপারে দেশটির ওয়াইল্ড লাইফ মন্ত্রী নাজিব বালালা বলেন, ‘কালো গণ্ডার’ স্থানান্তরে অবহেলার প্রমাণ পাওয়ায় কেনিয়া ওয়াইল্ড লাইফ সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও কয়েকজন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় তিনি আরও বলেন, তাদের নতুন বসতিতে লবণাক্ত পানিতে ভারসাম্য রাখতে ‘সল্ট পয়জনিং’ এর কারণে ‘কালো গণ্ডার’গুলোর অতিরিক্ত ধকল গেছে। এর ফলে বিলুপ্ত প্রায় প্রাণীটি মারা গেছে। প্রাথমিক অনুসন্ধানে এসব প্রমাণ পাওয়া গেছে। নাইরোবি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি প্যাথোলজির প্রফেসর পিটার গাথুমবি বলেন, প্রাণীগুলো ছিলো ক্লান্ত। এছাড়াও প্রাণীগুলো ডিহাইড্রেশনে ভুগছিলো। লবণাক্ত পানি পান করানোর ফলে আরও খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে দেশটির প্রাণী সংরক্ষণবাদীরা বলছেন, শিং রফতানির জন্য প্রত্যেকবছর আফ্রিকা থেকে অনেক ‘কালো গণ্ডার’ মারা যাচ্ছে। ‘কালো গণ্ডার’কে বাঁচানোর চেষ্টাও করা হচ্ছে।
×