ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অসমের নাগরিক তালিকা থেকে বাদ পড়েছে বহু বাংলাভাষী

প্রকাশিত: ০৭:৪৮, ৩১ জুলাই ২০১৮

অসমের নাগরিক তালিকা থেকে বাদ পড়েছে বহু বাংলাভাষী

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের উত্তর-পূর্ব অসম রাজ্যের খসড়া নাগরিক তালিকা থেকেও বাদ পড়েছেন প্রায় ৪০ লাখ বাসিন্দা। এদের মধ্যে অসংখ্য বাংলাভাষী রয়েছে-যাদের বাংলাদেশের নাগরিক বিবেচনায় ফেরত পাঠানই এই নাগরিকপঞ্জি তৈরির লক্ষ্য। সোমবার দেশটির ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনআরসি) সংশোধিত এ খসড়া তালিকা প্রকাশ করে। খবর এনডিটিভির। এতে নাগরিক হিসেবে অসমের দুই কোটি ৮৯ লাখ মানুষের নাম ঠাঁই হলেও তিন কোটি ২৯ লাখ আবেদনকারীর বাকিরা বাদ পড়েন। এ বছরের ১ জানুয়ারি প্রকাশিত প্রথম তালিকায় মাত্র এক কোটি ৮০ লাখের নাম ছিল। ৭১ সালের ২৪ মার্চের আগে রাজ্যে আবাস গেড়েছেন এমন প্রমাণ না পাওয়ায় সংশোধিত তালিকায় ৪০ লাখ আবেদনকারীর নাম রাখা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অবৈধ বাংলাভাষী চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর লক্ষ্যেই এএনআরসির এ নাগরিকপঞ্জি চূড়ান্ত করা হচ্ছে বলে এর আগে জানিয়েছিল অসম সরকার। প্রকাশিত তালিকাটিও চূড়ান্ত নয়; যাদের নাম নেই তারা আপীল করার সুযোগ পাবেন। বাদ পড়া আবেদনকারীরা আগামী ৩০ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তালিকায় নাম ওঠাতে আপীল করতে পারবেন বলে জানিয়েছেন রেজিস্টার জেনারেল অব ইন্ডিয়া শৈলেশ। তিনি বলেন, ‘আপত্তি করার জন্য জনগণকে পর্যাপ্ত এবং যথেষ্ট সুযোগ দেয়া হবে। কোন প্রকৃত ভারতীয় নাগরিকের ভয় পাওয়ার কারণ নেই। (বিস্তারিত খবর ৫-এর পাতায়)।
×