ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সতেরোতেই দানিলোভিচের বাজিমাত

প্রকাশিত: ০৬:৫৯, ৩১ জুলাই ২০১৮

সতেরোতেই দানিলোভিচের বাজিমাত

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ১৭ বছর বয়স। এই সময়ের মধ্যেই বিশ্ব টেনিসের লাইম লাইটে চলে এসেছেন ওলগা দানিলোভিচ। রবিবার মস্কো ওপেন জিতে ক্যারিয়ারের প্রথম শিরোপা নিজের শোকেসে তুলেন সার্বিয়ার এই প্রতিভাবান খেলোয়াড়। সেই সঙ্গে ২০০০ সালের পর জন্মগ্রহণ করে প্রথম খেলোয়াড় হিসেবে ডব্লিউটিএ শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তিও গড়েন ওলগা দানিলোভিচ। মস্কো রিভার কাপের ফাইনালে দানিলোভিচের প্রতিপক্ষ ছিলেন রাশিয়ার এ্যানাস্তাসিয়া পোতাপোভা। সার্বিয়ান খেলোয়াড় দানিলোভিচ ৭-৫, ৬-৭ (১/৭) এবং ৬-৪ গেমে প্রতিপক্ষকে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের স্বাদ পান। তার আগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ডব্লিউটিএ শিরোপা জিতেছিলেন ক্রোয়েশিয়ার আনা কুঞ্জু। ২০১৫ সালে নটিংহ্যাম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। দানিলোভিচের চেয়ে আনা কুঞ্জু ১৮ দিনের ছোট। শুধু তাই নয়, এক যুগেরও বেশি সময় পর রবিবারের ফাইনালটাই ছিল ১৮ বছর বয়সের নীচে খেলা দুই খেলোয়াড়ের প্রথম ফাইনাল। এর আগে এমন ঘটনার সাক্ষী হয়েছিল জাপান ওপেন। ২০০৫ সালের সেই টুর্নামেন্টের ফাইনালে ১৬ বছর বয়সী নিকোল ভাইদিসোভা হারিয়েছিল ১৭ বছরের তাতিয়ানা গোলভিনকে। মস্কো ওপেন জয়ের পর দানিলোভিচও দারুণ রোমাঞ্চিত। প্রথম ট্রফি জয়ের উচ্ছ্বাস প্রকাশের যেন কোন ভাষাই খুঁজে পাচ্ছিলেন না তিনি। এ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এমন অনুভূতি ভাষায় প্রকাশের কোন শব্দ খুঁজে পাচ্ছি না। গতকালই (শনিবার) আমি বলেছিলাম, এই যে ফাইনাল এটাই আমার জীবন। এই মুহূর্তটার জন্যই আমি মূলত বেঁচে আছি। ফাইনাল জয়ের পর আমি আরও অনেক বেশি খুশি। এ জন্য আমি সত্যিই খুব আনন্দিত।’
×