ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে শাওন হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৬:৩৫, ৩১ জুলাই ২০১৮

নারায়ণগঞ্জে শাওন হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের মুওদুদ আহমেদ শাওন (২৫) হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রবিউল আউয়াল এ রায় প্রদান করেন। মৃত্যুদ-প্রাপ্তরা হলেন- সাজ্জাদ হোসেন বাসু ও রাতিব হোসেন বাবুল। উল্লেখ্য, ২০১৪ সালের ৯ জুলাই সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়ার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শাওন। তিন দিন পর ১০ জুলাই সোনারগাঁওয়ের বারদী দলরদী গ্রামের একটি ধনচে ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ে শাওনের গলাকাটা লাশ উদ্ধার করে। ওই সময় শাওনের পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে ১১ জুলাই মাসদাইর কবরস্থানে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়। পরে সোনারগাঁও থানা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। সীতাকু-ে ট্রেনে কাটা পড়ে ভার্সিটি ছাত্রের মৃত্যু হেডফোনে কথা বলা নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ৩০ জুলাই ॥ হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে সীতাকু-ে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে কাজী সিরাত (২১) নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাজী সিরাত খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার আব্দুল গফুরের পুত্র ও সীতাকু- উপজেলায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ২য় বর্ষের ছাত্র । জানা যায়, সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে নেমে কানে হেডফোন দিয়ে কথা বলতে বলতে রেল লাইনে উঠে পড়ে। কিন্তু হেডফোনে কথারত অবস্থায় ট্রেনের আওয়াজ কানে না পৌঁছায় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী ডাউন লাইনে মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। ট্রেনে কাটার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়।
×