ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বরূপকাঠিতে ৫ দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ০৬:৩৪, ৩১ জুলাই ২০১৮

স্বরূপকাঠিতে ৫ দোকান পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৩০ জুলাই ॥ স্বরূপকাঠি উপজেলার মাহামুদকাঠি বাজারে অগ্নিকা-ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। রবিবার রাতে ওই অগ্নিকা-ের ঘটনা ঘটে। ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে দাবি করেছেন ঘর মালিক আলতাফ হোসেন। রাত ১২ টার কিছু পরে জাকির হোসেনের মেকারের দোকানে আগুন জ্বলতে দেখে পাহারাদার চিৎকার দিলে লোকজন ছুটে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ভৈরব নিজস্ব সংবাদদাতা ভৈরব থেকে জানান, সোমবার ভোরে ভৈরববাজারের কাঠপট্টি এলাকায় মা ট্রেডার্সে আগুন লাগলে দোকানের ফার্নিচারসহ প্রায় ১৫ লাখ টাকার কাঠ পুড়ে যায়। আগুনের খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ভৈরব ফায়ার সার্ভিসকে খবর দিলে ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার সাভির্সের ৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। বারইয়ারহাট পৌর বাজেট ঘোষণা নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ৩০ জুলাই ॥ মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের ৩৮ কোটি ৮৫ লাখ ৬৩ হাজার ৯৮২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বারইয়ারহাট পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র নিজাম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আজিজুল হক মান্না, রফিকুজ্জামান বাবুল, হারুন, আবদুল মোতালেব, আবু সুফিয়ান, মোশাররফ হোসেন, এম.এ খালেক, আনোয়ার হোসেন, আতা উল্লাহ, শাহনাজ বেগম, শিল্পী ভৌমিক, জাকিয়া আক্তার, সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব পরাক্রম চাকমা প্রমুখ।
×