ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে কলেজ শিক্ষকের ওপর হামলাকারীদের বিচার দাবি

প্রকাশিত: ০৬:৩৪, ৩১ জুলাই ২০১৮

মাদারীপুরে কলেজ শিক্ষকের ওপর হামলাকারীদের বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩০ জুলাই ॥ রাজৈর উপজেলার কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষক ও সিএনএন বাংলা টিভির সাংবাদিক সাহাদাৎ হোসেনের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে সোমবার কবিরাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে কলেজের শিক্ষক, ৫ শতাধিক শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক যুধিষ্টির চন্দ্র সরকার, লিলি রানী বিশ^াস, কাওছার আলম, আব্দুল কাদের, বিনয় জোয়ারদার, জাহিদ হাসান ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কাকলী আক্তার, সোনিয়া আক্তার প্রমুখ। এ সময় বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং কবিরাজপুর নৌ পুলিশ ফাঁড়ির আইসির অপসারণ দাবি করেন। উল্লেখ্য, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাষড়া গ্রামের মান্নান মাতুব্বরের ছেলে সাহাদাৎ হোসেন কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষক এবং সিএনএন বাংলা টিভির সাংবাদিক। তিনি পেশাগত দায়িত্ব পালন শেষে শুক্রবার রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে টেকেরহাট কবিরাজপুর সড়কের কাটা গাঙপাড় পৌঁছালে একদল ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে মারপিট ও কুপিয়ে জখম করে।
×