ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল পিতার

প্রকাশিত: ০৬:৩৩, ৩১ জুলাই ২০১৮

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল পিতার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ভূরুঙ্গামারীতে মাদকসেবী পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার পাথরডুবী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, পাথরডুবী ইউনিয়নের পাথরডুবী গ্রামের নুরুল ইসলাম মাস্টার (৬০) স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করত। তার ছোট ছেলে সিরাজুল ইসলাম (৩২) মাদক সেবন করতে। এজন্য তাকে টাকা দিতে হতো। ঘটনার দিন টাকা না দেয়ায় পিতা পুত্রের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে পুত্রের লাঠির আঘাতে হতভাগ্য পিতার মৃত্যু ঘটে। উল্লেখ্য, সিরাজুল বিবাহিতা। তার অত্যাচারে স্ত্রী অতিষ্ঠ হয়ে পালিয়ে যায়। গফরগাঁওয়ে সৎ মা নিজস্ব সংবাদদাতা গফরগাঁও ময়মনসিংহ থেকে জানান, গফরগাঁওয়ে রইছ উদ্দিন (৩৫) নামে এক পাষ- তার সৎ মা শুক্কুরি বেগমকে (৫৫) জবাই করে খুন করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলার পাগলা থানার দ্বীপ পাগলা গ্রামে। জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সোমবার সকালে দ্বীপ পাগলা গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে রইছ উদ্দিনের সঙ্গে তার সৎ মা শুক্কুরি বেগমের বাগ্বিত-া হয়। এক পর্যায়ে রইছ উদ্দিন তার সৎ মা শুক্কুরি বেগমকে ধারালো দা দিয়ে জবাই করে খুন করে। খবর পেয়ে এলাকাবাসী ঘাতক রইছ উদ্দিনকে আটক করে পাগলা থানা পুলিশের কাছে সোর্পদ করে। ধামরাইয়ে মা নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, ধামরাইয়ে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে উঠেছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বাবা ও বড় ভাইকে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধারসহ অভিযুক্ত ছেলে রায়হান মিয়াকে আটক করে পুলিশ। সোমবার ভোরে উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রতি রাতের মতো রায়হান তার বাবা-মার সঙ্গে রবিবার রাতেও একই কক্ষে ঘুমায়। ভোরে দিকে ঘুমিয়ে থাকা বাবা বাছেদ আলী ও মা জামেনা বেগম (৫৫) কে এলোপাথাড়িভাবে কোপায় রায়হান। এ সময় তাদের চিৎকারে পাশের কক্ষ থেকে বড় ভাই মাহমুদুল ইসলাম রতন এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে সে। পরবর্তীতে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদের সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে মারা যায় জামেনা।
×