ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে দোকানির মৃত্যু

প্রকাশিত: ০৬:৩২, ৩১ জুলাই ২০১৮

চট্টগ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে দোকানির মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চান্দগাঁও থানার কামাল বাজার এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক দোকানির মৃত্যু হয়েছে। নিহত রাজিব দাশ (৩২) ওই এলাকার অর্জুন দাশের পুত্র। সোমবার দুপুরে মোহরা বড় বাড়ির পাশে এ ঘটনা ঘটে। জানা যায়, দোকানি রাজিব দাশ দোকানের ছাদে উঠে এলোমেলো হয়ে থাকা টিন ঠিক করার কাজ করছিলেন। ফটিকছড়িতে শ্রমিক নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল বারমাসিয়া প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুমে কাজ করতে গিয়ে সোমবার সকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোহন মিয়া (২৮) নামে এক নির্মাণ শ্রমিক প্রাণ হারান। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হাল গ্রামের ইলিয়াছ মিয়ার পুত্র। শাহজাদপুরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে জানান, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের আক্কাস আলীর স্ত্রী আউলিয়া বেগম আমেনার (২৫) বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। জানা যায়, সোমবার সকালে গৃহবধূ আমেনা গরুর খামারে খড় দিতে গেলে একটি গরু তাকে লাথি মারলে সে পাশে থাকা ইলেট্রিক মটরের ওপর পড়ে যায় এবং মটরের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বগুড়ায় শ্রমিক স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, সারিয়াকান্দিতে সোমবার সকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে খবির উদ্দিন বাদশা (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মহিদুল ও সোহরাব নামে অপর দুই শ্রমিক আহত হয়।স্থানীয়রা জানায়, কাজলা গ্রামের শ্রমিক খবির উদ্দিনসহ আরও কয়েকজন পাশের বড়ইকান্দি গ্রামে এক ব্যক্তির বাড়িতে গাছ কাটতে যায়। এ সময় গাছের একটি কাটা ডাল বিদ্যুত লাইনের ওপর পড়লে গাছ কাটার ৩ শ্রমিক বিদ্যুতস্পৃষ্ট হয়।
×