ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৬:৩১, ৩১ জুলাই ২০১৮

  টু   ক  রো  খ   ব   র

চবি পরিবহন পুলে ৫ এসি বাস স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে যুক্ত হয়েছে ৫টি এসিবাস এবং একটি পিকআপ ভ্যান। সোমবার দুপুরে নতুন গাড়িগুলো উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। জানা গেছে, নিটল-টাটা মোটরস লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার ভিশাল শর্মা ও আঞ্চলিক সেলস ম্যানেজার মোহাম্মদ পারভেজ সিদ্দিক বেলা সাড়ে ১২টার দিকে নিটল-টাটার পক্ষে উপাচার্যের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন। এর মধ্যে ১টি বাস নিটল-টাটা কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে অনুদান হিসেবে প্রদান করেছে। পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ রাস্তার পাশে আবাসিক এলাকায় চালু করা অটোরাইচ মিলের কালো ছাইযুক্ত ধোঁয়া ও দুর্গন্ধযুক্ত পচা পানিতে পরিবেশের বিপর্যয় এবং বসবাসের অসুবিধা সৃষ্টির প্রতিবাদ ও প্রশাসনের সহযোগিতা চেয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মানিক নগরের কাশেম ও মালেকা বেগমসহ এলাকাবাসীরা নিজ বাড়িতে এ সম্মেলনের আয়োজন করেন। এতে বক্তব্য দেন,খাইরুল, আজাদ, আব্দুল ও রিপনসহ অন্যরা। বক্তারা লিখিত বক্তব্যে ও বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আজমলহাজী ও ফকির অটোরাইচ মিলের কালো ছাইযুক্ত ধোঁয়া ও দুর্গন্ধযুক্ত পচা পানিতে পরিবেশের বিপর্যয় এবং বসবাসের মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে। চোখে ধারাল ছাই ঢুকে ক্ষতি হচ্ছে। বিকট শব্দে শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারছে না। তাঁত শ্রমিকদের সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ ৩০ জুলাই ॥ শাহজাদপুরে ন্যায্য মজুরি পাওনা টাকা আদায় ও তাঁত ফ্যাক্টরি খুলে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁত শ্রমিকরা। সোমবার সকালে উপজেলা তাঁত শ্রমিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি তাঁতী ওমর ফারুক, সহ-সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রামানিক। শ্রমিকরা জানান, উপজেলার ডায়া ইসলামপুর টোপপাড়া গ্রামের সামাদ ম-ল, রওশন ম-ল, ওহাব ম-ল, আলম ম-ল ও সাহেব আলী ম-লের তাঁত ফ্যাক্টরিতে আমরা ৭০ শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করছি। আমাদের কাপড় বুনন প্রতি মজুরি ছিল ১৬০ টাকা। হঠাৎ করে মালিকপক্ষ থেকে আমাদের জানিয়ে দেয়া হয় এখন থেকে মজুরি দেয়া হবে ১৫০ টাকা। আমরা তাতে অস্বীকার করলে আমাদের কাজ থেকে ছাঁটাইয়ের হুমকি দিয়ে ১৯ জুলাই থেকে ফ্যাক্টরি বন্ধ করে রাখে। এতে আমরা ১২ দিন যাবত বেকার দিন কাটাচ্ছি। এই ১২ দিন কাজ করলে আামাদের ৭০ শ্রমিকের মজুরি পেতাম ২ লক্ষ টাকা। আমরা বেকার হয়ে পড়ায় বৌ ছেলে মেয়ে নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি। অজ্ঞাত রোগে ৩০ গরুর মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অজ্ঞাত রোগে একের পর এক গরু মরছে কিশোরীগঞ্জ উপজেলার বিভিন্ন পল্লীতে। অভিযোগ উঠেছে উপজেলা প্রাণী সম্পদ অফিসে চিকিৎসকদের কাছে কোন সেবা না পাওয়ায় গরু পালনকারী কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। রবিবার এলাকায় গেলে কৃষকরা এমন অভিযোগ তুলে বলে, দুই দিনে ৫টি গরু এবং ২০ দিনে গরু মারা যায় ৩০টি। এ বিষয়ে উপজেলা ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণিসম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তার দায়িত্বে থাকা ডাঃ হোসেইন মোহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেনÑসামনে কোরবানির ঈদ ঘিরে অনেক গরুর মালিক তাদের গরুকে তাজা করতে কাঁঠাল,ভাত ও কাঁচা ঘাস এক সঙ্গে খাওয়ানোর কারণে পেট ফুলে গিয়ে গরু অসুস্থ হয়ে পড়ছে। ফলে গরুর চিকিৎসা দেয়ার আগেই মারা যাচ্ছে। স্বাভাবিক জীবনে ফিরতে চায় হারুন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩০ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জের থানা পুলিশের তৎপরতা, সামাজিক সংগঠনের অব্যাহত আন্দোলন, পারিবারিক চাপে মাদক ব্যবসায়ীরা রয়েছে আতঙ্কে। তাদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছেন অনেকেই। আর এ সুযোগ সৃষ্টি করতে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। স্বেচ্ছায় স্বাভাবিক জীবনে ফিরতে সামাজিকভাবে প্রতিষ্ঠা পেতে সহায়তা করছেন পুলিশ বিভাগ। এ খবর শুনে সলিমদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রী পরীক্ষার্থী অনাকাক্সিক্ষতভাবে মাদকের সঙ্গে জড়িয়ে যাওয়া কাঞ্চনের ফায়েজ মিয়ার ছেলে হারুন বাদশা (২৭) তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন ফিরে যেতে চায়।
×