ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১২ লাখ শরণার্থী ঘরে ফিরেছে

প্রকাশিত: ০৬:২১, ৩১ জুলাই ২০১৮

১২ লাখ শরণার্থী ঘরে ফিরেছে

সিরিয়া যুদ্ধে রাশিয়া অংশ নেয়ার পর প্রায় ১২ লাখ শরণার্থী তাদের ঘরবাড়িতে ফিরে গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ায় ২০১১ সাল থেকে ৬৯ লাখের বেশি লোক দেশটি ছেড়ে চলে যায়। এদের অধিকাংশ বিশ্বের ৪৫টি দেশে বসবাস করছে। -সিনহুয়া হাজার শিশুর একই নাম এ্যালিস খুব বিখ্যাত কোন সঙ্গীত বা সিনেমা তারকা নন। খেলাধুলাতেও তার তেমন কোন অবদান নেই। তারপরও লাইবেরিয়ায় এক হাজারের বেশি কন্যা শিশুর নাম রাখা হয়েছে তার নামেই। পেশায় ধাত্রী এ্যালিস বিবিসিকে বলেন, প্রথমবার যখন কোন বাচ্চার ডেলিভারি করলাম তখন সেটি হয়েছিল যুদ্ধের সময় বন্দুকের নলের মাথায়। সেটা ১৯৯০ সালের ঘটনা। এক নারী চিৎকার করছিলেন। -বিবিসি
×