ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে জোর তৎপরতা

প্রকাশিত: ০৬:২১, ৩১ জুলাই ২০১৮

আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে জোর তৎপরতা

ইন্দোনেশিয়ার লোম্বকে শক্তিশালী ভূমিকম্পের পর মাটি ধসে পাহাড় থেকে বেরিয়ে আসার পথ বন্ধ হয়ে যাওয়ায় দুই শতাধিক পর্বতারোহী আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় মাউন্ট রিনঝানিতে আটকা পড়া পর্বতারোহীদের সরিয়ে নিতে হাজারো উদ্ধারকর্মীর জোর তৎপরতাও শুরু হয়েছে। রিনঝানির পাদদেশ থেকে পর্যটন দ্বীপ লোম্বকের দূরত্ব খুবই কম। খবর বিবিসি। রবিবার স্থানীয় সময় সকালে আঘাত হানা ৬ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত ও দেড়শতাধিক আহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। নিহতদের মধ্যে রিনঝানি আরোহণে যাওয়া মালয়েশিয়ার এক পর্যটকও আছে। শক্তিশালী এ ভূমিকম্প হাজারো বাসিন্দাকে উদ্বাস্তুতে পরিণত করেছে, ক্ষতিগ্রস্তও হয়েছে অসংখ্য বাড়িঘর।
×