ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুকুরের ‘মাথার দাম’ ৬০ লাখ টাকা!

প্রকাশিত: ০৬:০৮, ৩১ জুলাই ২০১৮

কুকুরের ‘মাথার দাম’ ৬০ লাখ টাকা!

৬ বছর বয়সী জার্মান শেফার্ড সোম্ব্রার প্রতিভার কারণে বিপাকে পড়েছে কলম্বিয়ার শক্তিশালী উরাবেনোস গ্যাং। তার কারণে এই সন্ত্রাসীচক্রের ২৪৫ জনকে আটক ও ৯ টন কোকেন জব্দ করতে সক্ষম হয় দেশটির পুলিশ। কলম্বিয়ান শিশুদের কাছে খুবই পরিচিত এই স্নিফার কুকুরটির জীবন এখন ঝুঁকিতে। সোম্ব্রাকে হত্যার জন্য ২০০ মিলিয়ন পেসোস (প্রায় ৬০ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে উরাবেনোস মাফিয়ারা। নিরাপত্তার স্বার্থে সর্বক্ষণ নজরদারির মধ্যে রাখা হচ্ছে তাকে। কলম্বিয়ার মাদকবিরোধী পুলিশের ডেপুটি ডিরেক্টর সংবাদমাধ্যমকে জানান, গত তিন বছরে প্রায় ৩শ’ অভিযানে অংশ নিয়েছে সোম্ব্রা। তার কারণে মাদক পাচারকারীদের আটক করতে ব্যাপক সফলতা পায় পুলিশ। সাহসিকতার জন্য দুটি সম্মানজনক পুরস্কারও পেয়েছে কুকুরটি।-ওয়েবসাইট
×