ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্টারনেটে স্বাভাবিক গতি আসতে আরও এক দিন

প্রকাশিত: ০৬:০৬, ৩১ জুলাই ২০১৮

ইন্টারনেটে স্বাভাবিক গতি আসতে আরও এক দিন

ফিরোজ মান্না ॥ ইন্টারনেটের গতি স্বাভাবিক অবস্থায় আসতে আরও একদিন সময় লাগবে। দেশের প্রথম সাবমেরিন ক্যাবল ‘সি-মি-উই-৪’র মেরামত কাজ কারিগরি কারণে শেষ করতে পারেনি কনসোর্টিয়াম। ২৫ জুলাই থেকে সিঙ্গাপুরে খুব কাছে দ্বিতীয় ‘রিপিটার’ বদল কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ৩০ জুলাই। তবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্যাবলের মেরামত কাজ শেষ হবে। ক্যাবল মেরামতের শুরুর দিন থেকেই বিকল্প পথে সিঙ্গাপুরের সঙ্গে ইন্টারনেট যোগাযোগ রক্ষা করা হচ্ছে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা বড় কোন ভোগান্তির মধ্যে পড়বে না। ব্যবসা বাণিজ্য থেকে শুরু অন্য সব কাজই সহজে করার ব্যবস্থা নিয়েছে বিএসসিসিএল। বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, আগামী ২৫ থেকে ৩০ জুলাই সিঙ্গাপুরে প্রথম সাবমেরিন ক্যাবলের রিপিটার স্থাপন ও অন্যান্য মেরামত কাজ চলবে। তবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ও আইটিসি থাকায় এ সময়ে ইন্টারনেটের গতির কোন সমস্যা হবে না। ইতোমধ্যে চেন্নাই থেকে ভারতি এয়ারটেল ক্যাবলটির মাধ্যমে সিঙ্গাপুরের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে। ক্যাবলটির ‘লাইফ টাইম’ ২০ বছর। এর মধ্যে ১৩ বছর পার হয়ে গেছে। বাকি আছে মাত্র ৭ বছর। ক্যাবল যত পুরনো হয় মেরামতের কাজ তত বেশি করতে হয়। পুরনো ক্যাবল মেরামতে খরচ অনেক বেড়ে যায়। এই টাকা ব্যয় করতে হচ্ছে কনসোর্টিয়ামকে। ১৬টি দেশ প্রথম সাবমেরিন ক্যাবলের মালিক। ক্যাবল মেরামতে কিছুটা সময় বেশি লাগার কারণে ইন্টারনেটের গতি কিছুটা বিঘœ ঘটতে পারে।
×