ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বর্ষাকাল রাস্তা খোঁড়ার সময় নয়, মন্তব্য অর্থমন্ত্রীর

প্রকাশিত: ০৬:০৫, ৩১ জুলাই ২০১৮

বর্ষাকাল রাস্তা খোঁড়ার সময় নয়, মন্তব্য অর্থমন্ত্রীর

অর্থনৈতিক রিপোর্টার ॥ বর্ষাকালে রাস্তা খোঁড়াখুঁড়ির সময় নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, সাধারণ মানুষের কষ্ট দেখে এ সময় আমারও খুব কষ্ট হয়। সোমবার সচিবালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) পদে সদ্য নিয়োগ পাওয়া সাবেক অর্থ সচিব মুসলিম চৌধুরীকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে তিনি সকালে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে বিকেলে তিনি হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে এসেই যোগদেন সচিবালয়ের এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ ইউনুসুর রহমান, অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুর রউফ তালুকদার প্রমুখ। অর্থমন্ত্রী বলেন, এটা একটা দুর্বলতা বলতে হবে যে আমরা বছরের প্রথম দিকে টাকা-পয়সা খরচ করতে পারি না। এবার দেখছি জুলাইয়ে অনেক রাস্তা কাটা হচ্ছে। আমারা খুব খারাপ লাগে বৃষ্টির সময় রাস্তা কাটে। রাস্তা কাটার সময় এটা না। সামান্য কিছুদিন অপেক্ষা করলেই হতো। জুলাই শেষ হয়ে যাচ্ছে, আগস্ট মাস শেষ হয়ে গেলেই বৃষ্টি আর থাকত না। এসব প্রকল্প বাস্তবায়নে যারা দায়িত্বশীল লোকজন আছে তাদের উন্নত করতে হবে। আর সেই উন্নত করার দায়িত্ব অর্থ বিভাগকেই নিতে হবে। তিনি বলেন, এবারই প্রথম অর্থ বিভাগ বিভিন্ন প্রকল্পে টাকা খরচ করার জন্য ১ জুলাই থেকেই প্রত্যেকটি প্রকল্প পরিচালক তিন কিস্তির টাকা ছাড় কারার সুযোগ দিয়েছে। এর ফলে বছরের শুরুতে উন্নয়ন কাজ শুরু হয়ে যাবে। তবে এবার এটা পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না, কিছু কিছু হচ্ছে। একটা যদি আমরা পুরোপরি বাস্তবায়ন করতে পারি তাহলে প্রকল্প বাস্তবায়নে অসাধারণ পারফর্ম হবে। অর্থবছরের প্রথম অর্থাৎ ১ জুলাই থেকে প্রকল্প বাস্তবায়নে অর্থ ছাড়ের সুযোগ তৈরি করাকে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে এর জন্য সাবেক অর্থ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। বিভিন্ন প্রতিষ্ঠানের অডিট রিপোর্টগুলো নির্দিষ্ট সময়ে জমা দেয়ার জন্য হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) পদে সদ্য নিয়োগ পাওয়া সাবেক অর্থ সচিব মুসলিম চৌধুরীর প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মুসলিম চৌধুরীর প্রশংসা করে বলেন, ফাইন্যানিশিয়াল সংস্কারে তিনি নানা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মুসলিম চৌধুরী বলেন, আমার যদি কোন আউটকাম থাকে তাহলে সবার সহযোগিতায় হয়েছে। অর্থমন্ত্রীর মোটিভেশন ও গাইড করা এবং প্রতিমন্ত্রী ও আমাদের টিম নিয়ে করেছি। আমাদের টিমই বিভিন্ন সংস্কার সম্ভব হয়েছে এজন্য সব সহকর্মীকে ধন্যবাদ জানাই। আগামীতে অর্থ মন্ত্রণালয়ের বেশিরভাগ সেবা বা সার্ভিস স্বয়ংক্রিয়ভাবে হবে। কোন ম্যানুয়াল চেক থাকবে না বলেও জানান সাবেক এই অর্থ সচিব।
×