ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুশাসনের জন্য ভাল কাজের প্রতিযোগিতা করতে হবে ॥ পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ০৬:০০, ৩১ জুলাই ২০১৮

সুশাসনের জন্য ভাল কাজের প্রতিযোগিতা করতে হবে ॥ পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ভাল কাজের প্রতিযোগিতা করতে হবে। হলেই দেশ এগিয়ে যাবে ও সর্বস্তরে সুশাসন নিশ্চিত করা যাবে। সোমবার বিকেলে ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০১৮’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের ১৫ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার হিসেবে প্রত্যেককে সনদ ও মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক দেয়া হয়। ২০১৭ সালে কাজের দক্ষতা, সততা, জনসেবার মানসিকতাসহ ১৯ সূচকে ১০০ নাম্বারের মধ্যে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত এ পুরস্কার পান।
×