ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এএসপির লাথির আঘাতে আহত আচার বিক্রেতা

প্রকাশিত: ০৫:৫৮, ৩১ জুলাই ২০১৮

এএসপির লাথির আঘাতে আহত আচার বিক্রেতা

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ৩০ জুলাই ॥ ভৈরবের নাটাল এলাকায় সোমবার দুপুরে ভৈরব-কুলিয়ারচর (সার্কেল) এএসপি মোঃ কামরুল ইসলামের লাথির আঘাতে সাদেক মিয়া (৫৫) নামে এক আচার বিক্রেতা গুরুতর আহত হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। জানা গেছে, শহরের পুলিশের এএসপি সার্কেল অফিসের সামনে সাদেক মিয়াকে আচার বিক্রি করতে দেখে এএসপি সার্কেল কামরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালির একপর্যায়ে তার বুকে লাথি মারেন। পুলিশ কর্মকর্তার লাথির আঘাতে ওই আচার বিক্রেতা মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা পুলিশের সিনিয়র কর্মকর্তার এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
×