ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টি২০ সিরিজে পারবেন সাকিবরা?

প্রকাশিত: ০৫:৫৬, ৩১ জুলাই ২০১৮

টি২০ সিরিজে পারবেন সাকিবরা?

মোঃ মামুন রশীদ ॥ ৯ বছর আগে অধিনায়ক হিসেবে প্রথম যাত্রা শুরু হয়েছিল সাকিব আল হাসানের। ভেন্যু ছিল ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে ওয়ার্নার পার্ক। কিন্তু প্রথম পরীক্ষাতেই দলের ৫ উইকেটে হার দেখেছিলেন সেবার ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের কাছে। এবার সেখানেই স্বাগতিক ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ম্যাচের টি২০ সিরিজ শুরু সফরকারী বাংলাদেশের। বড় পরীক্ষাটা অধিনায়ক সাকিবের। ৯ বছর আগে হারের প্রতিশোধ এবং তার দ্বিতীয় দফায় অধিনায়ক হওয়ার পর দলের সাম্প্রতিক লজ্জাজনক হারের ধারা থেকে বেরিয়ে আসার চ্যালেঞ্জ। এবার পারবেন কি সাকিব? বুধবার বাংলাদেশ সময় অনুযায়ী সকাল সাড়ে ৬টায় শুরু প্রথম টি২০। এরপর মার্কিন মুলুকে, ফ্লোরিডার লডারহিলে সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে ৫ ও ৬ আগস্ট সকাল ৬টায় পরের দুই টি২০। অধিনায়ক হিসেবে সাকিবের যেন ব্যাটে-বলে ঠিক মিলছে না! ব্যক্তিগত নৈপুণ্যে ব্যাটে-বলে দুর্দান্ত এ দেশসেরা ক্রিকেটার, কিন্তু দ্বিতীয় দফায় টি২০ অধিনায়ক হওয়ার পর থেকে পরাজয়ের বৃত্তে আটকা পড়েছেন তিনি। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টি২০ সিরিজ দিয়ে শুরু হয়েছিল নতুন করে যাত্রা। কিন্তু হোয়াইটওয়াশ হয় তার দল। সবমিলিয়ে ৭ টি২০ ম্যাচে এরপর নেতৃত্ব দিয়ে মাত্র ১ জয়ের বিপরীতে ৬ হার দেখেছেন। সবচেয়ে দুঃসহ বেদনার বিষয় হচ্ছে গত মাসে ভারত সফরে আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে ফেরা। সেই তিক্ত স্মৃতির সঙ্গে ৯ বছর আগে ওয়ার্নার পার্কে নিজের প্রথম নেতৃত্ব দেয়া টি২০ ম্যাচে ক্যারিবীয়দের দ্বিতীয় সারির দলের কাছে হারের ঘটনাটিও ফিরে আসছে। কারণ এই দীর্ঘ সময় পর একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেতৃত্ব দেবেন সাকিব। সে জন্য বেশ কঠিন চ্যালেঞ্জের মুখেই আছেন তিনি। তবে ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয় মাত্র দু’দিন আগেই হয়েছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অধীনে। তাই বাংলাদেশ দলে আত্মবিশ্বাস ফিরে এসেছে সফরের শুরুতে সাকিবের নেতৃত্বে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হলেও। ওয়ানডেতে আত্মবিশ্বাসের যোগানদাতা মাশরাফি নেই, তবে অন্যতম পেসস্তম্ভ মুস্তাফিজুর রহমানকে সহযোদ্ধা হিসেবে পাবেন সাকিব। ৯ বছর আগের আক্ষেপ ঘুচিয়ে দলকে জেতাতে পারবেন ক্যাপ্টেন সাকিব এবার? কাজটি সহজ না হলেও একেবারে কঠিন নয়। টি২০ ক্রিকেটে অনেক কিছুই ঘটতে পারে। জিততে পারে যে কোন দল। বিশেষ করে গত মার্চে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি২০ সিরিজে যেমন খেলেছে বাংলাদেশ, সেই নৈপুণ্য দেখাতে পারলেও ৩ ম্যাচের টি২০ সিরিজে দারুণ কিছু করা সম্ভব। নিদাহাস ট্রফিতেই টি২০ অধিনায়ক হিসেবে প্রথম জয়ের মুখ দেখেছেন সাকিব। দুই দফায় এখন পর্যন্ত ১১ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে সাকুল্যে জয় সেই একটিই, পরাজয় বাকি ১০ ম্যাচে। অধিনায়ক সাকিবের এমন করুণ পরিণতি কী পাল্টাবে এবার? কাজটি সহজ হবে না মোটেও। প্রথম ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ পরের দুই ম্যাচ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়Ñ যেখানে বাংলাদেশ দল কখনও খেলেনি আগে, ওয়েস্ট ইন্ডিজ খেলেছে চার ম্যাচ এবং তিনটিতেই জিতেছে। ওই ভেন্যুতে তিনটি দুই শতাধিক রানের দলীয় ইনিংসও আছে যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজেরই দুটি। অর্থাৎ ব্যাটসম্যানদের জন্য পয়া ভেন্যু সেটি। সেন্ট কিটসে জিততে পারলে অনুপ্রেরণা হিসেবে সেটি ফ্লোরিডায় বাংলাদেশ দলের ভাল করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। তাই জিততে মরিয়া হয়েই নামবেন সাকিবরা বুধবার প্রথম টি২০ ম্যাচে। ওপেনার তামিম ইকবালের সঙ্গী নিয়ে আছে একটি সমস্যা- সেখানে সৌম্য সরকার বা লিটন কুমারের মধ্যে যে কোন একজনকে দেখা যেতে পারে তার সঙ্গে। জিততে পারলে ক্যারিবীয়দের সঙ্গে টি২০ পরিসংখ্যানে সাফল্য সমানে-সমান হয়ে যাবে বাংলাদেশের। কারণ আগের ৬ বারের মোকাবেলায় বাংলাদেশের জয় ২, ওয়েস্ট ইন্ডিজের ৩। ১টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সাকিব কী পারবেন এই মুহূর্তে মাশরাফির ছোঁয়ায় উজ্জীবিত দলটিকে নিয়ে জয় তুলে নিতে?
×