ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কামরান-আরিফ দু’জনেই ভাল প্রার্থী ॥ মুহিত

শান্তিপূর্ণ পরিবেশেই সিলেটে ভোটগ্রহণ

প্রকাশিত: ০৫:৫২, ৩১ জুলাই ২০১৮

শান্তিপূর্ণ পরিবেশেই সিলেটে ভোটগ্রহণ

সালাম মশরুর, সিলেট অফিস ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার বেলা ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি নগরীর ১৫নং ওয়ার্ডের বন্দর বাজারের দুর্গাকুমার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তার ভোট প্রদান করেন। ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি তার দল আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পাশাপাশি বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীরও প্রশংসা করে বলেন, কামরান-আরিফ দুজনই নগরের উন্নয়ন করেছে, দুজনই ভাল প্রার্থী। তবে আমি নৌকা মার্কায়ই ভোট দিয়েছি। নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে হচ্ছে উল্লেখ করে মুহিত বলেন, এভাবেই চলতে থাকুক সারাদিন। ভোট কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেয়ার অভিযোগ প্রসঙ্গে মুহিত বলেন, যোগ্য এজেন্ট তো তারা দিতেই পারেনি, তাহলে বের করে দেয়ার কথা আসে কোত্থেকে? মন্ত্রী হেলিকপ্টার চড়ে ঢাকা থেকে সকালে সিলেটে আসেন এবং ভোটদানের পর বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেন। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া দিনভর শান্তিপূর্ণ পরিবেশেই সিলেট সিটি কর্পোরেশন ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিল নগরীর সর্বত্র। যানবাহন বিহীন নগরীতে যেমন ছিল উৎসবমুখর পরিবেশ সেসঙ্গে ছিল অজানা আতঙ্ক। সিলেট নগরীর কালী ১৪ নম্বর ওয়ার্ডের কালীঘাট এলাকার সিলেট সরকারী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে নয়টার দিকে ভোটদান করেন আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। সিলেট নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের রায়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি এই ওয়ার্ডের ১ নাম্বার ভোটার। সকাল ৮টায় ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই ভোটদান করেন তিনি। আরিফুল হক চৌধুরীর পর তার মা আমিনা বেগম, স্ত্রী সামা হক চৌধুরী, তার ছেলেমেয়ে ভোট দেন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ‘ধানের শীষ’ দলীয় প্রতীককে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী ও ‘নৌকা’ প্রতীকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। আরিফ-কামরান ছাড়াও মেয়র পদে আরও চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেনÑ নাগরিক ফোরামের ব্যানারে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নগর জামায়াতের আমির এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন মনোনীত ‘হাতপাখা’ প্রতীকে ডাঃ মোয়াজ্জেম হোসেন, সিপিবি-বাসদের ‘মই’ প্রতীকে আবু জাফর ও স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে এহসানুল হক তাহের। নাগরিক ফোরামের প্রার্থী নগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের নগরীর ১নং ওয়ার্ডের চৌহাট্টার সরকারী আলিয়া মাদ্রাসা কেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে ভোট দেন। ইসলামী আন্দোলনের মোয়াজ্জেম হোসেন সকাল ৯টায় নগরীর ২০নং ওয়ার্ডের সেনপাড়ার নবীন চন্দ্র সরকারী প্রাথমিক কেন্দ্রে ভোট দেন। এছাড়া ২নং ওয়ার্ডের দাড়ীয়াপাড়ার রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটার পরপরই ভোট দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. এহছানুল হক তাহের। তাছাড়া সিপিবি-বাসদের মনোনীত মেয়র প্রার্থী আবু জাফর সকাল সাড়ে ৮টায় ২২নং ওয়ার্ডের উপশরের শাহজালাল উপশহর একাডেমি কেন্দ্রে ভোট দিয়েছেন। নির্বাচন প্রত্যাখ্যান আরিফের, কমিশনের পদত্যাগের দাবি ॥ সিলেট সিটি নির্বাচনে ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ এনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে তিনি নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। সোমবার বিকেলে নগরীর কাজীটুলার নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন নির্বাচনের বিভিন্ন কেন্দ্রের নাম উল্লেখ করে অবাধে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ করেন। নির্বাচনের দায়িত্বে থাকা বিএনপি এজেন্টদের বের করে দেয়ারও অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, নগরীর ৪৭টি কেন্দ্রে আমার এজেন্টকে বের করে দেয়া হয়েছে। ১৫টি কেন্দ্রে অবাধে নৌকা প্রতীকে সিল মারা হয়েছে। সিলেটে ‘রাজনৈতিক সম্প্রীতির ইতিহাস ধূলিসাৎ হয়ে গেল’ মন্তব্য করে আরিফ বলেন, ‘এই নির্বাচন পুণ্যভূমি সিলেটকে কলঙ্কিত করেছে। এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুভ নয়। এই কালচার দেশের জন্য ক্ষতিকর।’ নির্বাচন কমিশনকে ‘মেরুদ-হীন’ মন্তব্য করে আরিফ বলেন, ‘তাদের মতো অকার্যকর নির্বাচন কমিশন কীভাবে টেলিভিশনের সামনে এসে সুষ্ঠু নির্বাচনের দাবি করে? ভোট ডাকাতির নির্বাচন আবার প্রমাণ করল, এই নির্বাচন কমিশনার মেরুদ-হীন। ইসির লজ্জা-শরম থাকলে তারা পদত্যাগ করত। ২৬নং ওয়ার্ডে ব্যালট পেপার ছিনতাইয়ে অভিযোগে আটক ৪ ॥ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডের সিলেট রেলওয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোট দেয়ায় অভিযোগে চার জনকে আটক করে পুলিশে হন্তান্তর করেছেন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ ॥ সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি ও জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই প্রার্থীর দুই ভাই গুলিবিদ্ধ হয়েছেন। ১৯নং ওয়ার্ডের বখতিয়ার বিবি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী শওকত হামিদ তৌহিদ ও বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী দিনার খান হাসুর সমর্থকদের মধ্যে দুপুরের পর সংঘর্ষ বাধে। এতে তৌহিদের ভাই ফাহাদ ও হাসুর ভাই তালহা গুলিবিদ্ধ হন। তাদের দুজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে নেয়া হয়েছে। সংঘর্ষের ঘটনা ঘটলেও ভোটগ্রহণ স্বাভাবিক ছিল। ৫ কাউন্সিল প্রার্থীর ভোট বর্জন ॥ সিলেট সিটি কর্পোরেশনের উপশহরের ২২নং ওয়ার্ডের ৬ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৫ জনই নির্বাচন বর্জন করে ভোট স্থগিতের আবেদন করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টায় রিটার্নিং কর্মকর্তা বরাবর এ আবেদন ও নির্বাচন বর্জন করেন তারা। বহিরাগত মানুষ দিয়ে জোর করে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার কারণে আমরা উপশহরের ২২নং ওয়ার্ডের ৫ কাউন্সিলর প্রার্থীই ভোট বর্জন ও নির্বাচন স্থগিতের আবেদন করা হয়েছে বলে তারা জানান। ভোট বর্জন করেননি একমাত্র প্রার্থী টিফিন ক্যারিয়ার প্রতীকের এ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম। ম্যাজিস্ট্রেট আহত ॥ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট মতিউর রহমান আহত হয়েছেন। নগরীর কুমারপাড়া এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে তিনি আহত হন। সোমবার বেলা দেড়টার দিকে কুমারপাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ওই এলাকা দিয়ে মতিউর রহমান যাচ্ছিলেন। এ সময় তার গাড়িতে ঢিল পড়লে গাড়ির গ্লাস ভেঙ্গে মতিউর আহত হন। তিনি আরও জানান, এ ঘটনার একটি ঢিল তার নাকে লাগে। পরবর্তীতে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে দায়িত্ব পালন করছেন। ২ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ॥ সিলেট সিটি নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের শাহগাজী সৈয়দ বোরহান উদ্দিন (রহ.) মাদ্রাসা (১১৬) ও ২৭নং ওয়ার্ডের হবিনন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় (১৩৪) কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। জানা যায়, শাহগাজী সৈয়দ বোরহান উদ্দিন (রহ.) মাদ্রাসা কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ২শ ২১ জন ও হবিনন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৫শ ৬৬ জন। নির্বাচন স্থগিতের দাবি আবু জাফরের ॥ সিলেট সিটি নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী আবু জাফর। সোমবার দুপুর ১২টায় সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামানের কাছে অভিযোগ করে এ দাবি করেন তিনি। আবু জাফর অভিযোগ করে বলেন, নির্বাচনে সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে পারছেন না। এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। চলছে কেন্দ্র দখলের মহোৎসব। দেয়া হচ্ছে জাল ভোট।
×