ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসী আটক

প্রকাশিত: ১৮:৫৭, ৩০ জুলাই ২০১৮

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৭  অভিবাসী আটক

অনলাইন ডেস্ক ॥ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও সংলগ্ন এলাকায় গতকাল রাতভর অভিযান চালিয়ে ১৫০ জনের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আটক অভিবাসীদের বেশিরভাগই ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক। মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং জাতীয় রেজিস্ট্রেশন বিভাগ গতকাল রবিবার রাতে এ অভিযান চালায়। গত চার সপ্তাহ ধরে দেড় হাজারের বেশি পুলিশ এ অভিযান চালাচ্ছে। অভিযানে ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে। সাম্প্রতিক অভিযান বিষয়ে মালয়েশিয়ার উপ স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক মোহদ অজিস জামান স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে বলেন, নানা অপরাধে মোট ১৫৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে এবং মোট ৩৮০ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। গত ১ জুলাই থেকে ‘ওপি মেগা’ নামে অভিযানটি শুরু করা হয়েছে। অভিযানে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
×