ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ, ম্যানইউর বড় হার, অভিষেকে আর্থারের পারফর্মেন্সে খুশি কাতালানরা

বার্সা, ম্যানসিটি, লিভারপুল ও জুভেন্টাসের জয়

প্রকাশিত: ০৭:০১, ৩০ জুলাই ২০১৮

  বার্সা, ম্যানসিটি, লিভারপুল ও জুভেন্টাসের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে জয় পেয়েছে বার্সিলোনা, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও জুভেন্টাস। তবে বড় ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে হেরেছে টটেনহ্যাম হটস্পার। রবিবার সকালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচে বার্সিলোনা পেনাল্টি শূটআউটে ৫-৩ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব টটেনহ্যামকে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ৩-২ গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখকে। ইংলিশ পরাশক্তি লিভারপুলের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে আরেক জায়ান্ট ম্যানইউ। পর্তুগীজ ক্লাব বেনফিকাকে পেনাল্টি শূটআউটে ৪-২ গোলে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ম্যাচটির নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। লস এ্যাঞ্জেলেসে টটেনহ্যামের বিরুদ্ধে প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলে বার্সা। এই অর্ধে দুই গোলে এগিয়ে যায় আর্নেস্টো ভালভার্ডের দল। ১৫ মিনিটে কাতালানদের হয়ে প্রথম গোল করেন মুনির আল হাদ্দাদি। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নবাগত আর্থার মেলো। প্রথমার্ধে আর কোন গোলের দেখা পায়নি কোন দলই। কাতালানদের জয় হয়তো তখনই নিশ্চিত বলে ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টটেনহ্যাম। শোধ করে দেয় দুটি গোলই। ৭২ মিনিটে টটেনহ্যামের পক্ষে প্রথম গোলটি করেন দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড সন হেয়াং-মিন। দুই মিনিট পরই খেলায় সমতা ফেরান জর্জেস-কেভিন কোউদো। ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও হয় হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম দুটি শট মিস করেননি কেউই। তৃতীয় শটটি নিতে এসে গোলমাল পাকিয়ে ফেলেন টটেনহ্যামের এ্যান্থনি জর্জ। তার শট রুখে দেন বার্সিলোনা গোলরক্ষক। আর বাকি তিনটি শটে গোল করে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। বার্সিলোনার হয়ে অভিষেক ম্যাচেই গোল করা আর্থার মেলোকে ম্যাচ শেষে প্রশংসায় ভাসান কোচ ভালভার্ডে। ২১ বছর বয়সী এই ফুটবলারের খেলায় মুগ্ধ বার্সা কোচ বলেন, সে এমন একজন খেলোয়াড় যে আমাদের অনেক কিছু দিতে পারবে। সে দেখিয়েছে যে, সে জানে কিভাবে বল পেতে হয় এবং আমাদের কিভাবে পথ বাতলে দিতে হয়। গোল করার মতো জায়গায় গোল করতে কিভাবে এগিয়ে যেতে হয় সে সেটাও দেখিয়েছে। দারুণ হয়েছে তার অভিষেক। সে খুবই উজ্জীবিত। ম্যানইউ’র বিরুদ্ধে লিভারপুল প্রথম গোল পায় ২৮ মিনিটে পেনাল্টি থেকে। স্পট কিক থেকে গোলটি করেন সেনেগালের উইঙ্গার সাডিও মানে। এই গোল শোধ করতে অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডকে। ৩১ মিনিটে সমতা ফেরান আন্দ্রেস পেরেইরা। বিরতির পর খেই হারিয়ে ফেলে জোশে মরিনহোর দল। ৬৬ মিনিটে লিভারপুলকে ২-১ ব্যবধান এগিয়ে দেন ড্যানিয়েল স্টারিজ। ৭৪ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেছেন তরুণ উইঙ্গার শেইয়ি ওজো। এই গোলটি তিনি করেন পেনাল্টি থেকে। ৮২ মিনিটে ম্যাচের শেষ গোলটি জার্ডান শাকিরি করেন দুর্দান্ত এক ওভারহেড কিক থেকে। ম্যাচের শুরুতে দাপট দেখিয়েও শেষ পর্যন্ত সিটির কাচে হারতে হয়েছে বেয়ার্নকে। ১৫ মিনিটে বেয়ার্নের হয়ে প্রথম গোল করেছিলেন জার্মানির তরুণ ফরোয়ার্ড মার্শিয়ান সাবানি। ২৪ মিনিটে বাভারিয়ানদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন হল্যান্ডের তারকা ফরোয়ার্ড আরিয়েন রোবেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগ দিয়ে একটি গোল শোধ করেন মানসিটির বার্নাডো সিলভা। তারপরও ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বেয়ার্ন। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ম্যানচেস্টার সিটি। ৫১ মিনিটে ম্যাচের সমতাসূচক গোলটি করেন লুকাস নামাঞ্চা। আর ৭১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করেন পর্তুগীজ ফরোয়ার্ড বার্নাডো সিলভা। বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের ঘাম ঝরানো জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
×