ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দীর্ঘদিন পর একটা পরিবর্তন চেয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এ গোলরক্ষক

পিএসজিতে বুফনের চ্যালেঞ্জ...

প্রকাশিত: ০৭:০১, ৩০ জুলাই ২০১৮

পিএসজিতে বুফনের চ্যালেঞ্জ...

স্পোর্টস রিপোর্টার ॥ ১৮ বছর ছিলেন নিজ দেশের সেরা ক্লাব জুভেন্টাসে। কিন্তু এবারের আসন্ন মৌসুমে তিনি ফ্রান্সে কাটাবেন ক্যারিয়ারের সায়াহ্নকাল। আপাতত এক বছরের জন্য প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) খেলবেন জীবন্ত কিংবদন্তি ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ৪০ বছর বয়সী এ অভিজ্ঞ গোলরক্ষকের জন্য পিএসজিতে ভালভাবে টিকে থাকা কঠিন হবে সেটা নিশ্চিতভাবেই বলা যায়। কারণ কোচ টমাস টাচেলের দলে আছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী স্কোয়াডে থাকা আলফোনসি আরিওলা, জার্মানির আন্তর্জাতিক গোলরক্ষক কেভিন ট্রাপ, সেবাস্তিয়ান সিবিওস ও রেমি ডেসক্যাম্পস। প্রাক মৌসুম চ্যাম্পিয়ন্স কাপে আর্সেনালের বিপক্ষে ৫-১ গোলে হারের ম্যাচে পিএসজির গোলপোস্টে বুফনই ছিলেন। এ কারণে এখন পর্যন্ত টাচেল নিশ্চিত হতে পারছেন না আসন্ন মৌসুমে কাকে এক নম্বর জার্সিটি দেবেন। ২০০১ থেকে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে ২০১৭ পর্যন্ত ছিলেন অপ্রতিদ্বন্দ্বী হিসেবে এক নম্বর গোলরক্ষক। দীর্ঘ সময় পর সেই ক্লাবের মায়া ত্যাগ করে নিজ দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন এবার ফ্রান্সেÑ যোগ দিয়েছেন সেরা ক্লাব পিএসজিতে। কিন্তু ৪০ বছর বয়সে নিজের দক্ষতা অনেকখানিই কমে গেছে বুফনের। এবার রাশিয়া বিশ্বকাপ দেখিয়েছেন বর্তমান বিশ্বে উচ্চমানের গোলরক্ষকের অভাব নেই মোটেও। অনেক যোগ্যতাসম্পন্নরাও সুযোগ করে নিতে পারছেন না নিয়মিত। ফরাসী চ্যাম্পিয়ন পিএসজিতেও আছে সেই প্রতিযোগিতা। কোচ টাচেলের হাতে অনেকগুলো বিকল্প ব্যবস্থা। আরিওলা, ট্রাপ, সিবিওস ও রেমি আছেন বুফনের সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। ক্যারিয়ারে অনেক কিছুই জিতেছেন বুফন, কিন্তু ক্লাবের হয়ে ইউরোপ সেরার মর্যাদা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জেতা হয়নি। সে জন্যই তো ক্যারিয়ারের এই পড়ন্ত সময়ে এসেছেন পিএসজিতে। কিন্তু সেখানে কী বুফনের সুযোগ হবে এক নম্বর গোলরক্ষক হিসেবে নিয়মিত স্কোয়াডে থাকার? চ্যালেঞ্জটা অনেক বড়। তবে টাচেল বললেন, ‘তিনি নিজের জায়গা করে নেয়ার জন্য লড়াই করতে বিন্দুমাত্র ভীত নন। এমনকি কেভিন কিংবা আলফোনসেও তাদের জায়গা দখলের ক্ষেত্রে ভীত নয়।’ টাচেল কথা বলছিলেন আজ এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রীতি ম্যাচকে কেন্দ্র করে। সিঙ্গাপুর সফরে আছে এই মুহূর্তে পিএসজি। তিনি বলেন, ‘এমন প্রতিযোগিতা আমি প্রতিটি পজিশনের জন্যই দেখতে খুব ভালবাসি। এই পরিস্থিতিটা আমরা ভারমুক্তভাবে খুব স্বচ্ছভাবে নিয়ন্ত্রণ করতে চাই। যখন সবাই এখানে নিজেকে প্রমাণ করার জন্য প্রস্তুত এবং সবাই উচ্চ পর্যায়ে দারুণ সুস্থ ও স্বাভাবিক- তখন সিদ্ধান্ত গ্রহণ বেশ কঠিন।’ ইতোমধ্যেই বুফনের শুরুটা একেবারে সহজ হয়নি পিএসজিতে। বেয়ার্ন মিউনিখ আর আর্সেনালের বিপক্ষে কঠিন সময় পার করেছেন প্রীতি ম্যাচে। জুভেন্টাসের হয়ে ৬৫৬ ম্যাচে গোলরক্ষক হিসেবে থাকা বুফনের জন্য এখন পিএসজিতে তাই এক নম্বর গোলরক্ষক হওয়াটা চ্যালেঞ্জের মুখেই। সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে স্বীকৃত বুফন বলেন, ‘আমার ২৪ বছরের ক্যারিয়ারে কেউ কখনও বলেনি যে আমি এক নম্বর জার্সিটির জন্য উপযুক্ত। কিন্তু কঠোর অনুশীলন এবং মেধার বিচারে সেটা অর্জিত হয়েছে। সুতরাং আমি সেটাই করে যাব এবং স্কোয়াডে থাকা অন্য গোলরক্ষকদের উন্নতির জন্যও কাজ করব। আমি সবসময় আশেপাশের চ্যালেঞ্জ নিয়ে খুবই আগ্রহী ও উৎসাহী থাকি। প্যারিসেও যে চ্যালেঞ্জ আছে সেটা আমার উচ্চ আকাক্সক্ষার অংশ এবং গুরুত্বপূর্ণ। কারণ ৪০ বছর ইতালিতে কাটানোর পর একটা পরিবর্তন প্রয়োজন ছিল ব্যক্তিগত দিক থেকে এবং পেশাদারিত্বের দিক থেকে।’
×